নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: ভূমিকম্পে কেঁপে ওঠল রাজধানী দিল্লি ও বিহার। দুই জায়গাতেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০৷ সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। এরপরই বিহারে কম্পন অনুভত হয় সকাল আঁটটায়। উত্তর ভারতের অনেকাংশই কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল বিহারে সিওয়ান৷ ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের অবস্থান৷
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025
ভূমিকম্প অনুভত হওয়ার পরই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রাণের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷ এদিকে ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স বার্তায় লেখেন, “কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও আশেপাশের এলাকায়। সম্ভাব্য, আফটারশকের জন্য সতর্ক এবং শান্ত থাকুন৷ আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।”