ভূমিকম্পে কেঁপে উঠলো অরুণাচলপ্রদেশ, আতঙ্কিত স্থানীয়রা
ইমামা খাতুন
- আপডেট :
১৯ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠলো অরুণাচল প্রদেশের কিছু অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮।সংবাদমাধ্যম সূত্রে খবর,রবিবার দুপুর সওয়া ১২টা নাগাদ রাজ্যের পশ্চিমাংশে এই কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এনসিএস জানিয়েছে, রবিবার এই কম্পনের তীব্রতা ছিল ৩.৮।শুধু অরুণাচল প্রদেশ নয়, উত্তর মধ্য অসম ও পূর্ব ভূটানের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভারতের উত্তর-পূর্ব অঞ্চল উচ্চকম্পন প্রবণ জোনের মধ্যে রয়েছে। তাই মাঝে মধ্যেই এই অঞ্চলের কোনও না কোনও রাজ্যে কম্পন অনুভূত হয়।
উল্লেখ্য, শুক্রবার কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর ভূমিকম্পের উৎসস্থল ছিল, কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। বাড়ি ঘর কেঁপে উঠলেও তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা যথেষ্ট চিন্তার, জানাছেন ভূবিজ্ঞানীরা। বড় ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না।