মাছ-মাংস খাও, তোমরা নোংরা- এ নিয়ে মুম্বইতে গুজরাটিদের সঙ্গে মারাঠিদের বচসা

- আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: মারাঠিরা নোংরা এবং তারা মাছ মাংস খায় বলে কটাক্ষ গুজরাটিদের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঘাটকোপারের একটি আবাসনে। ওই আবাসনের একটি গুজরাটি ব্যক্তি তার এক প্রতিবেশীকে এই ভাষায় কটূক্তি করে বলে অভিযোগ। এই ঘটনার পরে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা ওই আবাসনে যায়। সেখানে অ-মারাঠিভাষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এমএনএসের কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপ ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার ১৭ এপ্রিল গুজরাটি বাসিন্দারের সঙ্গে মারাঠি পরিবারের বচসার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা পুবের কলম যাচাই করেনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে
স্থানীয় এমএনএস নেতা রাজ পার্তেকে বলেছেন, “যে কেউ মুম্বইতে থাকতে পারে এবং এখানে কাজ করতে পারে, কিন্তু আমরা এই ধরনের জিনিস সহ্য করব না… কী খাওয়া উচিত তা অন্য কেউ নির্দেশ দিতে পারে না।” তিনি ভিডিয়োতে আরও বলেন, একটি আবাসনের মারাঠি পরিবারদের বাড়িতে আমিষ খাবার রান্না করতে বারণ করা হয়েছিল। তাদের বাইরে থেকে খাবার অর্ডার করতে বাধ্য করা হয়েছিল। আবাসনে বাসিন্দাদের মধ্যে ঝামেলা চরমে পৌঁছলে পুলিশকে খবর দেওয়া হয়। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। নাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও রকমের অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে এ বিষয়ে ওই আবাসনে থাকা গুজরাটি পরিবারদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলতি বছরেই মুম্বই পুরসভার নির্বাচন। তার আগে সরকারি অফিস এবং ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মারাঠি ভাষা বাধ্যতামূলক করার দাবি তুলেছে এমএনএসের কর্মীরা।