গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাইপো ! ভোটের আগে কি এমন ঘটলো !

- আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 17
পুবের কলম ওয়েব্ ডেস্ক ঃ করোনা আবহে ভোট পিছিয়ে গেলেও থেমে ছিল না প্রচার । অপেক্ষার আর মাত্র দুটি সপ্তাহ, আর তার মধ্যেই একি ঘটলো রাজনৈতিক মহলে? এই দুঃসংবাদ যেন মেনে নিতে পারছে না আনুরাগিরা । ভোট মাত্র আর দুটি সপ্তাহ বাকি , আর তার মধ্যেই ইডির হানা দিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইপোর (BHAIPO) ঘরে । বে আইনি বালি খাদান মামলায় গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে পাঠান তাকে , আর চলতে থাকে জেরা পর্ব , কিন্তু নিজের উত্তরে তদন্তকারীদের খুশি করতে পারেন নি ভাইপো ( BHAIPO ) ওরফে ভুপিন্দর সিংহ হানি । আজ তাকে মোহালি কোর্টে পেশ করা হবে ।
সূত্রের খবর , বেআইনি বালি খাদান ঘটনাই তার নাম উঠে আসে । ২০১৮ সালে এই বালি খাদান নিয়ে মামলা দায়ের হয় । পূর্ণ জিজ্ঞাসা বাদ করার পর এ বার তাঁকে গ্রেফতার করা হল । গ্রেফতার হওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ বোধ করেন হানি । জলন্ধরের সিভিল হাসপাতালে তাঁর পরীক্ষা করানো হলে , চিকিৎসকেরা তাঁকে ফিট বলে সার্টিফিকেট দেন।
গ্রেফতারের আগে হানি এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশিও চালান তদন্তকারীরা । তাতে নগদে ১০ কোটি টাকা, ১২ লক্ষের রোলেক্স ঘড়ি, ২১ লাখের সোনা এবং রূপো উদ্ধার হয় বলে জানা যাচ্ছে ।
ইডির মতে, ভূপিন্দর এবং সন্দীপের ২০১৮ সালে প্রোভাইডার ওভারসিজ কনসালটেন্সি লিমিটেড নামে একটি ফার্ম গড়েছিল । এদিকে এসবিএস নগরে ২০১৮ সালে পঞ্জাব পুলিসের কাছে দায়ের হয়েছিল অবৈধ বালি খনি নিয়ে একটি এফআইআর । তাছাড়া ওই মামলাতে অর্থ পাচারের অভিযোগও উঠেছিল । সেই মামলার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইপোর ফার্মের যোগসূত্র ছিল বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের ।