নয়াদিল্লি: বিদেশি লগ্নি সংক্রান্ত কারচুপির অভিযোগে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। আন্তর্জাতিক ওই সংস্থার ভারতীয় শাখাকে শুক্রবার প্রায় সাড়ে তিন কোটি টাকার জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার তিনজন ডিরেক্টরকেও ১.১৪ কোটি টাকার জরিমানা করেছে কেন্দ্রীয় সংস্থা। সবমিলিয়ে বিরাট চাপে সংস্থা। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) এর অধীনে বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের দুই বছর পর বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করেছে ইডি। এর সঙ্গে বিবিসির তিন পরিচালককে ১.১৪ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতে পরিচালিত ডিজিটাল সংবাদ সংস্থাগুলির জন্য ২৬ শতাংশ বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) সীমা আরোপ করেছে।২০১৯ সালে জারি করা নিয়ম অনুযায়ী, কোনও ডিজিটাল মিডিয়া সংস্থা সর্বোচ্চ ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগ করতে পারেন। তবে সেই নিয়ম অমান্য করে বিবিসি ইন্ডিয়া নিজেদের সংস্থায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ জারি রেখেছিল। যা সম্পূর্ণরূপে বেআইনি। এর প্রেক্ষিতেই এবার আন্তর্জাতিক এই সংস্থার ভারতীয় শাখার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‘ভারত সহ আমরা যে সকল দেশে অবস্থিত, বিবিসি সেই সকল দেশের নিয়ম মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এই পর্যায়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া বা এর পরিচালকরা ইডির কাছ থেকে কোনও বিচারিক সিদ্ধান্তের আদেশ পাননি।
বিবিসির মুখপাত্র বলেন: ‘আমরা যখন কোনও আদেশ পাব, তখন আমরা তা সাবধানে পর্যালোচনা করব এবং উপযুক্ত হলে পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করব।’শুক্রবার ইডির তরফে জানানো হয়েছে, “বিদেশি লগ্নি সংক্রান্ত নীতি অমান্য করার অপরাধে বিবিসি ইন্ডিয়াকে ৩,৪৪,৪৮,৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৫ অক্টোবর থেকে ২০২১-এর পর থেকে কেন্দ্রের নির্দেশ না মানার অপরাধে প্রতিদিন ৫ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার তিনজন ডিরেক্টর জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা ও পল মাইকেল গিব্বন্সকে ব্যক্তিগতভাবে ১,১৪,৮২,৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।”