১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মিসর, ইসরাইল, আমিরাতের ত্রিপাক্ষিক সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

মাসুদ আলি
  • আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও আবুধাবির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদ মিশরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যে বৈঠক করেছেন তা ছিল মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ। মঙ্গলবার ইসরাইলি মিডিয়া এমন তথ্য দিয়েছে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে লোহিত সাগরের কাছে শরম আল শেইখ রিসর্টে আমিরাত ও ইসরাইলের নেতাদের নিয়ে এই ত্রিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত, এ ত্রিপাক্ষিক সম্মেলনের মাধ্যমে ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা। ইরানের পরমাণু আলোচনাকে গুরুত্ব দিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) উগ্রবাদী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ক্ষুদ্ধ হয়েছে ওই তিন দেশ।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নিরীক্ষার জন্যও এ সভা অনুষ্ঠিত হয়।ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গমের মূল্য বাড়ায় মিসর বেকায়দায় পড়েছে। কারণ, মিসর বিশ্বের সবচেয়ে বড় গম আমদানিকারক আর রাশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় গম রফতানিকারক দেশ ।এই সুযোগে এখন ইসরাইলি কর্তৃপক্ষ মিশরের জন্য গমের বিকল্প উৎস অনুসন্ধান করছে বলে জানা গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিসর, ইসরাইল, আমিরাতের ত্রিপাক্ষিক সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও আবুধাবির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদ মিশরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যে বৈঠক করেছেন তা ছিল মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ। মঙ্গলবার ইসরাইলি মিডিয়া এমন তথ্য দিয়েছে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে লোহিত সাগরের কাছে শরম আল শেইখ রিসর্টে আমিরাত ও ইসরাইলের নেতাদের নিয়ে এই ত্রিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত, এ ত্রিপাক্ষিক সম্মেলনের মাধ্যমে ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা। ইরানের পরমাণু আলোচনাকে গুরুত্ব দিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) উগ্রবাদী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ক্ষুদ্ধ হয়েছে ওই তিন দেশ।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নিরীক্ষার জন্যও এ সভা অনুষ্ঠিত হয়।ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গমের মূল্য বাড়ায় মিসর বেকায়দায় পড়েছে। কারণ, মিসর বিশ্বের সবচেয়ে বড় গম আমদানিকারক আর রাশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় গম রফতানিকারক দেশ ।এই সুযোগে এখন ইসরাইলি কর্তৃপক্ষ মিশরের জন্য গমের বিকল্প উৎস অনুসন্ধান করছে বলে জানা গিয়েছে।