Eid: উপলক্ষ্যে বিশেষ Train চালানোর দাবিতে স্মারকলিপি

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 68
পুবের কলম প্রতিবেদক: ঈদ (Eid) উপলক্ষ্যে মালদা, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ঈদ স্পেশাল ট্রেন চালানোর দাবিতে স্মারকলিপি প্রদান করলেন ডাক্তারি পড়ুয়ারা।কলকাতার ডিএন দে হোমিওপ্যাথ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের পক্ষ থেকে বুধবার রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ঈদ (Eid) উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর ই-মেল মারফত আবেদন জানানো হয়। রেলমন্ত্রীকে আবেদনের পর বৃহস্পতিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ হাওড়া, শিয়ালদহ এবং মালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজারকেও স্মারকলিপি তুলে দেন চিকিৎসক পড়ুয়ারা। ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালানোর পাশাপাশি উত্তরবঙ্গগামী মেল এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করার দাবি জানান পড়ুয়ারা।
আরও পড়ুন: হিংসা সমর্থনযোগ্য নয়, নাগপুর নিয়ে স্পষ্ট বার্তা Mamata-র
ঈদের (Eid) প্রাক্কালে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য বিশেষ ট্রেন চালানোর দাবি প্রসঙ্গে ডক্টরস মেডিক্যাল ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক তথা ডিএন দে হোমিওপ্যাথ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাউস স্টাফ সানাউল্লাহ আহমেদ বলেন, ‘পবিত্র মাহে রমযান মাস চলছে। রমযান এবং ঈদ-উল-ফিতর (Eid) উপলক্ষে ভিন রাজ্যে কর্মরত বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক, চাকুরিজীবী এবং পড়ুয়ারা নিজ নিজ গ্রামে ফিরে আসেন।এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ সহ উত্তরঙ্গের বিভিন্ন জেলার পড়ুয়ারা কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। কিন্তু, ঈদের প্রাক্কালে বাড়ি ফেরার জন্য ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট পাওয়া যায়না।’এমনকী ট্রেনের জেনারেল কামরাগুলিতেও মারাত্মক ভিড় থাকায় পড়ুয়া, চাকরিজীবী সহ ভিনরাজ্যে কর্মরত রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হয় বলেও তিনি জানান। ঈদের প্রাক্কালে যাত্রীরা নিরাপদে যাতে নিজের বাড়িতে ফিরতে পারেন এবং ঈদ (Eid) উদযাপন করতে পারেন, তার জন্যই রেল মন্ত্রী, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ শিয়ালদহ, হাওড়া এবং মালদহ ডিভিশনের রেল কর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে। এবিনের স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সানাউল্লাহ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শাহ নাসিম, মোল্লা জসিমউদ্দিন প্রমুখ।