২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদঃ পিছল পরীক্ষা, ঘোষণা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 8

পুবের কলম প্রতিবেদকঃ সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ছাত্র বিক্ষোভের জেরে পিছু হঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়। আর ঈদের দিন বা পরের দিন পরীক্ষা হবে না। পূর্বের দিন সূচি পালটে নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে মঙ্গলবার দিনের শেষ বেলায় নতুন করে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই ফাইনাল ও মধ্যবর্তী সিমেস্টারের পরীক্ষা হওয়ার কথা জুন-জুলাই মাসে। সেই সূচি মেনে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করছে বিশ্ববিদ্যালয়গুলি। পড়ুয়াদেরদের অভিযোগ, বেছে বেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল-আযহা’র (১০ জুলাই) আগের দিন ও পরের দিনেই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়। শুধু তাই নয়, ঈদের দিনেও পরীক্ষার দিনক্ষণ ধার্য্য করেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। এতে দূরের জেলা থেকে আসা মুসলিম পড়ুয়ারা সমস্যায় পড়বেন বলে অভিযোগ উঠেছিল। বিভিন্ন মহল থেকে ক্ষোভ দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই সমালোচনা করেন। তারপর অবশ্য দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। নয়া সূচি মেনে ৯ জুলাইয়ের পর পরীক্ষা হবে ১২ জুলাই।

পূর্বের সূচি মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয় আইনের স্নাতক কোর্সের পরীক্ষার দিনক্ষণ ধার্য্য হয়েছিল ঈদের দিনেই। এই কোর্সের চতুর্থ সিমেস্টারের পরীক্ষা হওয়ার কথা জুলাই মাসের ১০ তারিখ। সেদিনেই ঈদ হওয়ার কথা। শুধু তাই নয়, ঈদের পরের দিনেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক কোর্সের ৬ষ্ঠ ও ৮ম সিমেস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। মুসলিমদের দুই বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদ-উল-আযহা। সেদিনেই কেন পরীক্ষার দিনক্ষণ ধার্য্য করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই এ নিয়ে প্রতিবাদ করেন। পড়ুয়াদেরদের তরফে ইমেল করে পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্যেও অনেকেই অনুরোধ করেন। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় ওঠে।

অন্যদিকে বারাসাতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সম্ভাব্য ঈদের দিন (৯ জুলাই) পরীক্ষা নেবে। শুধু তাই নয়, ১১ ও ১২ জুলাই মানে, ঈদের পরের দিনেও পরীক্ষা হবে। দূরের পড়ুয়ারা কীভাবে বাড়ি যাবে বা পরের দিনফিরে আসবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদঃ পিছল পরীক্ষা, ঘোষণা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ছাত্র বিক্ষোভের জেরে পিছু হঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়। আর ঈদের দিন বা পরের দিন পরীক্ষা হবে না। পূর্বের দিন সূচি পালটে নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে মঙ্গলবার দিনের শেষ বেলায় নতুন করে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই ফাইনাল ও মধ্যবর্তী সিমেস্টারের পরীক্ষা হওয়ার কথা জুন-জুলাই মাসে। সেই সূচি মেনে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করছে বিশ্ববিদ্যালয়গুলি। পড়ুয়াদেরদের অভিযোগ, বেছে বেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল-আযহা’র (১০ জুলাই) আগের দিন ও পরের দিনেই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়। শুধু তাই নয়, ঈদের দিনেও পরীক্ষার দিনক্ষণ ধার্য্য করেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। এতে দূরের জেলা থেকে আসা মুসলিম পড়ুয়ারা সমস্যায় পড়বেন বলে অভিযোগ উঠেছিল। বিভিন্ন মহল থেকে ক্ষোভ দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই সমালোচনা করেন। তারপর অবশ্য দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। নয়া সূচি মেনে ৯ জুলাইয়ের পর পরীক্ষা হবে ১২ জুলাই।

পূর্বের সূচি মেনে বর্ধমান বিশ্ববিদ্যালয় আইনের স্নাতক কোর্সের পরীক্ষার দিনক্ষণ ধার্য্য হয়েছিল ঈদের দিনেই। এই কোর্সের চতুর্থ সিমেস্টারের পরীক্ষা হওয়ার কথা জুলাই মাসের ১০ তারিখ। সেদিনেই ঈদ হওয়ার কথা। শুধু তাই নয়, ঈদের পরের দিনেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক কোর্সের ৬ষ্ঠ ও ৮ম সিমেস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। মুসলিমদের দুই বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদ-উল-আযহা। সেদিনেই কেন পরীক্ষার দিনক্ষণ ধার্য্য করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই এ নিয়ে প্রতিবাদ করেন। পড়ুয়াদেরদের তরফে ইমেল করে পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্যেও অনেকেই অনুরোধ করেন। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় ওঠে।

অন্যদিকে বারাসাতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সম্ভাব্য ঈদের দিন (৯ জুলাই) পরীক্ষা নেবে। শুধু তাই নয়, ১১ ও ১২ জুলাই মানে, ঈদের পরের দিনেও পরীক্ষা হবে। দূরের পড়ুয়ারা কীভাবে বাড়ি যাবে বা পরের দিনফিরে আসবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।