ঈদের ছুটি বৃদ্ধি নিয়ে বিতর্ক, অফিসারকে শোকজ পুর-কর্তৃপক্ষের

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরনিগমে ছুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সংবাদমাধ্যমকে জানান, এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা উচিতই না। কমিশনারের অনুমতি কেন নেয়নি, সেটা আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে বলেছি। এরকম কোনও ছুটি বিজ্ঞপ্তি হয় না। সরকারি ক্যালেন্ডারে যা ছুটি, সেটাই আমাদের ছুটি। সুতরাং এখানে আলাদা করে কোনও নোটিফিকেশন বানানোর কোনও মানেই হয় না। আমি বাংলায় সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সেই কারণে আমরা সব ধর্ম উৎসবেই আমরা আনন্দ করি।
জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের শিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তি জারি করার ঘটনা সামনে আসে। সেটিকে নিয়ে মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, পুরনিগমের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল ১৭ সেপ্টেম্বর, ২০২৫ বিশ্বকর্মা পুজোর যে ছুটি ছিল, সেই ছুটিটা কলকাতা পুরনিগমের অন্তর্গত স্কুলগুলিতে বাতিল করা হয়েছে। পরিবর্তে ৩১ মার্চ ও ১ এপ্রিল, ২০২৫ ছুটি দেওয়া হয়েছে। এক ভিডিয়ো বার্তায় তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করা হচ্ছে।
ছুটি বিতর্কে কলকাতা পুরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার বক্তব্য, আমার বা মেয়রের কোনও অ্যাপ্রুভাল সিগনেচার কোথাও পাবেন না। আমরা শোকজ করেছি, তিনি এরকম একটা সার্কুলার কীভাবে বার করলেন? এটা তাঁর এক্তিয়ার বহির্ভূত। তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।
পুরনিগমের নোটিশে শহরের স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দু’দিন করা হয়েছে। জানা গিয়েছে, পুরনিগমের শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার নিজের মতেই সিদ্ধান্ত নিয়েছিলেন। পুর কমিশনার বা শিক্ষা বিভাগের মেয়র পারিষদের সঙ্গেই কথা না বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁকে শোকজ করা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের ছুটির তালিকায় উল্লেখ করা আছে কোন কোন দিন ছুটি থাকবে সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, ৩১ মার্চ ঈদের জন্য ছুটি থাকবে। তারপরের দিনেও ঈদ-উল-ফিতরের জন্য অতিরিক্ত ছুটি থাকবে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder