ঈদ-উল-আযহাঃ ১১ জুলাই ইন্টারভিউ স্থগিত করল কলেজ সার্ভিস কমিশন

- আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ১০ জুলাই ঈদ-উল-আযহা। যেটা মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব। ঈদের পরের দিন অর্থাৎ ১১ জুলাই পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের ( সিএসসি) সেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, বহু দূর-দূরান্তের পড়ুয়ারা ইন্টারভিউয়ের জন্য আসেন।
তা ছাড়া ঈদ পালনের পরদিনই পরীক্ষায় অংশগ্রহণে সমস্যায় পড়তে হবে চাকরিপ্রার্থীদের। তাই এই দিনক্ষণ পরিবর্তন করা হোক। অথবা চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প কিছু ভাবা হোক। চাকরি প্রার্থীদের সেই দাবি মেনে পরীক্ষা স্থগিত করে দিল কমিশন।
সোমবার কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে, ১১ এবং ১২ জুলাই পরীক্ষা স্থগিত থাকবে। ওই পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশন ১১ জুলাই পরীক্ষার দিক নির্ধারণ করেছিল। এতে বহু মুসলিম চাকরীপ্রার্থীর ঈদের পরের দিন ইন্টারভিউ নিয়ে আপত্তি ছিল।