নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ
ইমামা খাতুন
- আপডেট :
৫ জুলাই ২০২৩, বুধবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, ‘আপনারা (বিজেপি) এনসিপিকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, তাহলে এখন কেন এনসিপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন?
পাওয়ার জানান, নির্বাচনী প্রতীক আমাদের কাছে, যা কেউ কেড়ে নিতে পারবে না। রাজ্যের জনগণ, দলীয় কর্মী যারা আমাদের ক্ষমতায় এনেছিল তাঁরা আমাদেরই সঙ্গে রয়েছে।
যে বিধায়করা দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা আমাদের আস্থায় নেয়নি। অজিত পাওয়ার গোষ্ঠী কোনও পদ্ধতি বা নীতি অনুসরণ করেনি।
এ প্রসঙ্গে এনসিপি নেতা (অজিত পাওয়ার গোষ্ঠী) ছগন ভুজবল জানান, ‘আইনি বিষয়ে ভয় দেখিয়ে আমাদের এখানে আনার অভিযোগ আনা হচ্ছে। এটা সঠিক নয় কারণ ধনঞ্জয় মুন্ডে, দিলীপ ওয়ালসে পাতিল এবং রামরাজে নিম্বালকরের বিরুদ্ধে কোনও মামলা নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ আপনার (শরদ পাওয়ার) চারপাশে কিছু ঘনিষ্ঠ সহযোগী রয়েছে, তারা দলকে ধ্বংস করতে চায়।
আপনি তাদের সরিয়ে দিলে আমরা আপনার কাছে ফিরে আসতে প্রস্তুত।’ এনসিপির কার্যকরী সভাপতি অজিত পাওয়ারকে নিশানা করে বলে, ‘আমাকে অপমান করুন, আমার পিতাকে (শরদ পাওয়ার) নয়। আমাদের এ লড়াই বিজেপির বিরুদ্ধে। বিজেপি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল। মুল এনসিপি এবং নির্বাচনী প্রতীক শরদ পাওয়ারের সঙ্গেই রয়েছে।’