রিয়াধ, ২৩ অক্টোবর: হজ ও উমরাহ যাত্রীদের পরিবহনের জন্য এবার বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করতে যাচ্ছে সউদি আরব। হজ ও উমরাহ যাত্রীদের মক্কা ও লোহিত সাগরের উপকূল বরাবর বিলাসবহুল রিসোর্টে পরিবহনের জন্য এই বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করা হবে।
মিউনিখ-ভিত্তিক লিলিয়াম এনভি থেকে ৫০টি বৈদ্যুতিক জেট ক্রয় করছে সউদি বিমান সংস্থা। এই উদ্যোগের লক্ষ্য হল হাজীদের ভ্রমণে সুযোগ সুবিধা বৃদ্ধি করা। পবিত্র হজ চলাকালীন যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, বিমানবন্দর ছাড়াই দেশের বিভিন্ন অঞ্চলকে অনায়াসে সংযুক্ত করা।