উত্তর-পূর্বাঞ্চলে দলীয় সংগঠন প্রসারে জোরঃ অসমে আপে যোগ দিলেন ৫০০০ জন
- আপডেট : ২২ মে ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার উচ্চ অসমের ডিব্রুগড় জেলায় আম আদমি পার্টিতে যোগদান করেছেন প্রায় ৫০০০ জন। আপ উচ্চ অসমে বিশেষ করে চা বাগান এলাকায় তাদের সংগঠন প্রসারিত করার চেষ্টা করছে। সম্প্রতি অসমে স্বীকৃত জাতীয় দলগুলির অনেক নেতা আপে যোগ দিয়েছেন।লাহোয়ালে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বিজেপি, কংগ্রেস, এজিপি, রায়জোর দল, আসাম জাতীয় পরিষদ এবং আসাম চা মজদুর সংঘ-এর সদস্যরা দলীয় নেতা মনোজ ধানোয়ারের উপস্থিতিতে আপে যোগদান করেন। এই কংগ্রেস নেতা চলতি মাসের ২ তারিখ আপে যোগদান করেন। শ্রমিক স্বার্থ বিঘ্নিত হওয়ার প্রতিবাদ জানিয়ে চা মজদুর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। “মানুষ অন্যান্য দলের প্রতি আস্থা হারিয়ে ফেলার পর আপ বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। নয়া যোগদানকারীরা এমনটাই জানিয়েছেন।
শিক্ষকতা, আইন, ব্যবসা-বাণিজ্যের মতো প্রতিটি পেশার মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আপ যে শুধু রাজনৈতিক মতাদর্শদের দল এট শুধু নয়। সমাজের সকল স্তরের মানুষ তাদের চিন্তা চেতনা ভাগ করে নিতে আপের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা শুধুমাত্র শুরু,” এমনটাই বলছেন অসমে আপের একজন শীর্ষ নেতা। দিল্লির পর এখন পঞ্জাবে শাসন ক্ষমতায় আপ। এরপর তারা চাইছে দেশের উত্তর-পূর্বাঞ্চলে দলীয় সংগঠন প্রসার করতে।