১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারে এরদোগান, জনসমুদ্র ইস্তান্বুল

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। নির্বাচনী প্রচারে ব্যস্ত সব প্রার্থী। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও দেশজুড়ে সমাবেশে বক্তব্য দিচ্ছেন। রবিবার ইস্তান্বুলে আয়োজিত এমনই এক সমাবেশে বক্তব্য রাখেন এরদোগান। সেই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল। এত লোকের সমাগম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। নির্বাচনের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিকে এমন সমাবেশকে ইতিবাচক হিসেবে দেখছে এরদোগানের একে পার্টি। সমাবেশের ছবিসহ টুইটে এরদোগান বলেন, ‘আমি আমার সব ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা ইস্তান্বুলের ৩৯টি জেলার প্রতিটি কোণ এসেছিলেন।’ আরেক টুইটে এরদোগান বলেন, ‘আমার ভালবাসা ইস্তান্বুল, ধন্যবাদ ইস্তান্বুল।’ প্রসঙ্গত, ইস্তান্বুলের মানুষের মতামতকেই তুরস্কের মতামত হিসেবে দেখা হয়। বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এরদোগানের এই সমাবেশ ক্ষমতাসীন একে পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশে প্রায় ২০ লক্ষ মানুষ ছিলেন। একে পার্টি এটিকে ১০০ বছরের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে উল্লেখ করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রচারে এরদোগান, জনসমুদ্র ইস্তান্বুল

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। নির্বাচনী প্রচারে ব্যস্ত সব প্রার্থী। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও দেশজুড়ে সমাবেশে বক্তব্য দিচ্ছেন। রবিবার ইস্তান্বুলে আয়োজিত এমনই এক সমাবেশে বক্তব্য রাখেন এরদোগান। সেই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল। এত লোকের সমাগম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। নির্বাচনের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিকে এমন সমাবেশকে ইতিবাচক হিসেবে দেখছে এরদোগানের একে পার্টি। সমাবেশের ছবিসহ টুইটে এরদোগান বলেন, ‘আমি আমার সব ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা ইস্তান্বুলের ৩৯টি জেলার প্রতিটি কোণ এসেছিলেন।’ আরেক টুইটে এরদোগান বলেন, ‘আমার ভালবাসা ইস্তান্বুল, ধন্যবাদ ইস্তান্বুল।’ প্রসঙ্গত, ইস্তান্বুলের মানুষের মতামতকেই তুরস্কের মতামত হিসেবে দেখা হয়। বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এরদোগানের এই সমাবেশ ক্ষমতাসীন একে পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশে প্রায় ২০ লক্ষ মানুষ ছিলেন। একে পার্টি এটিকে ১০০ বছরের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে উল্লেখ করেছে।