২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী এরদোগান

ইমামা খাতুন
  • আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্ক : ২০২৩ সালে পিপলস অ্যালায়েন্সের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট নিজেই এ কথা ঘোষণা করেছেন। ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিকে (এমএইচপি) নিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভালপমেন্ট পার্টি (একেপি) ২০১৮ সালে পিপলস অ্যালায়েন্স নামে নির্বাচনী জোট গঠন করেছিল। পশ্চিম ইজমিরে একে পার্টির এক সমাবেশে অংশ নিয়ে ৬৮ বছর বয়সি এরদোগান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারপার্সন কেমাল কিলিচদারোগ্লুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বলেছেন যে পিপলস অ্যালায়েন্সের প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। এখন আমি বলছি, পিপলস অ্যালায়েন্স প্রার্থীর নাম হল এরদোগান।’ তিনি বলেন, ‘যদি আপনার সাহস থাকে, তাহলে আপনি প্রার্থীর নাম ঘোষণা করুন।’

উল্লেখ্য, তুরস্ককে এরদোগান ২০ বছর শাসন করছেন। প্রথমে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। পরে প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু সম্প্রতি তাঁর এবং পিপলস অ্যালায়েন্সের জনপ্রিয়তা কমতে থাকে। বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধির ফলে। কিলিচদারোগলু ২০১৯ সালে মিউনিসিপাল নির্বাচনে বিরোধী দলকে নেতৃত্ব দিয়ে বিজয়ী করেছেন। তার দলের মেয়র প্রার্থীরা সবচেয়ে বড় শহর ইস্তান্বুল ও রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেছেন। এখনও বিরোধী দল থেকে আগামী নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরদোগান জানান, প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৩ সালের জুনে। আগাম নির্বাচনের যে গুজব শোনা যাচ্ছিল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী এরদোগান

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক : ২০২৩ সালে পিপলস অ্যালায়েন্সের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট নিজেই এ কথা ঘোষণা করেছেন। ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিকে (এমএইচপি) নিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভালপমেন্ট পার্টি (একেপি) ২০১৮ সালে পিপলস অ্যালায়েন্স নামে নির্বাচনী জোট গঠন করেছিল। পশ্চিম ইজমিরে একে পার্টির এক সমাবেশে অংশ নিয়ে ৬৮ বছর বয়সি এরদোগান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারপার্সন কেমাল কিলিচদারোগ্লুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বলেছেন যে পিপলস অ্যালায়েন্সের প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। এখন আমি বলছি, পিপলস অ্যালায়েন্স প্রার্থীর নাম হল এরদোগান।’ তিনি বলেন, ‘যদি আপনার সাহস থাকে, তাহলে আপনি প্রার্থীর নাম ঘোষণা করুন।’

উল্লেখ্য, তুরস্ককে এরদোগান ২০ বছর শাসন করছেন। প্রথমে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। পরে প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু সম্প্রতি তাঁর এবং পিপলস অ্যালায়েন্সের জনপ্রিয়তা কমতে থাকে। বিশেষ করে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধির ফলে। কিলিচদারোগলু ২০১৯ সালে মিউনিসিপাল নির্বাচনে বিরোধী দলকে নেতৃত্ব দিয়ে বিজয়ী করেছেন। তার দলের মেয়র প্রার্থীরা সবচেয়ে বড় শহর ইস্তান্বুল ও রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেছেন। এখনও বিরোধী দল থেকে আগামী নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরদোগান জানান, প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৩ সালের জুনে। আগাম নির্বাচনের যে গুজব শোনা যাচ্ছিল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।