২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিসের ভাগ্যে দুঃখ রয়েছে­ এরদোগান

ইমামা খাতুন
  • আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: গ্রিসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, তুরস্ক যেমন কারও অধিকার লঙ্ঘন করে না, একইসঙ্গে কাউকে অধিকার লঙ্ঘনও করতে দেয় না। এখনই গ্রিসের ‘হুঁশ’ ফিরে আসা উচিত বলেও সতর্ক করেছেন তিনি। বিভিন্ন প্ল্যাটফর্মে আঙ্কারার বিরুদ্ধে এথেন্সের সাম্প্রতিক আক্রমণাত্মক বিবৃতির পর গ্রিক, ইংরেজি এবং তুর্কি ভাষায় ট্যুইট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, লউসেন ও প্যারিস চুক্তি অনুসারে কিছু অঞ্চলের অসামরিক মর্যাদা রয়েছে। মূলত এজিয়ান সমুদ্রে বিভিন্ন দ্বীপের ওপর গ্রিসের মালিকানা দাবি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এরদোগান সতর্ক করেন, বিভিন্ন মহড়ায় দ্বীপগুলোকে অন্তর্ভুক্ত এবং বেআইনিভাবে ন্যাটো ও তৃতীয়পক্ষের দেশগুলোকে ব্যবহার করার অপচেষ্টা অব্যাহত রাখলে গ্রিসের দুঃখজনক পরিণতি হবে। ১৯১৯-১৯২৩ সালের তুর্কি স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, ‘অন্যায় স্বপ্ন, বিবৃতি এবং কর্মকাণ্ড এড়িয়ে চলুন। তা না হলে এক শতাব্দী আগে গ্রিস বাহিনীর যে পরিণতি হয়েছিল, আবারও তা হতে পারে।’ তুর্কি প্রেসিডেন্ট সাফ জানান, তুরস্ক এজিয়ানে তাঁর অধিকার ত্যাগ করবে না এবং প্রয়োজনে দ্বীপগুলোতে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী অস্ত্রের ব্যবহার করা থেকেও বিরত থাকবে না। গ্রিসে তুর্কি সংখ্যালঘুদের অধিকার হরণ নিয়েও সতর্ক করেছেন এরদোগান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রিসের ভাগ্যে দুঃখ রয়েছে­ এরদোগান

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গ্রিসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, তুরস্ক যেমন কারও অধিকার লঙ্ঘন করে না, একইসঙ্গে কাউকে অধিকার লঙ্ঘনও করতে দেয় না। এখনই গ্রিসের ‘হুঁশ’ ফিরে আসা উচিত বলেও সতর্ক করেছেন তিনি। বিভিন্ন প্ল্যাটফর্মে আঙ্কারার বিরুদ্ধে এথেন্সের সাম্প্রতিক আক্রমণাত্মক বিবৃতির পর গ্রিক, ইংরেজি এবং তুর্কি ভাষায় ট্যুইট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, লউসেন ও প্যারিস চুক্তি অনুসারে কিছু অঞ্চলের অসামরিক মর্যাদা রয়েছে। মূলত এজিয়ান সমুদ্রে বিভিন্ন দ্বীপের ওপর গ্রিসের মালিকানা দাবি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এরদোগান সতর্ক করেন, বিভিন্ন মহড়ায় দ্বীপগুলোকে অন্তর্ভুক্ত এবং বেআইনিভাবে ন্যাটো ও তৃতীয়পক্ষের দেশগুলোকে ব্যবহার করার অপচেষ্টা অব্যাহত রাখলে গ্রিসের দুঃখজনক পরিণতি হবে। ১৯১৯-১৯২৩ সালের তুর্কি স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, ‘অন্যায় স্বপ্ন, বিবৃতি এবং কর্মকাণ্ড এড়িয়ে চলুন। তা না হলে এক শতাব্দী আগে গ্রিস বাহিনীর যে পরিণতি হয়েছিল, আবারও তা হতে পারে।’ তুর্কি প্রেসিডেন্ট সাফ জানান, তুরস্ক এজিয়ানে তাঁর অধিকার ত্যাগ করবে না এবং প্রয়োজনে দ্বীপগুলোতে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী অস্ত্রের ব্যবহার করা থেকেও বিরত থাকবে না। গ্রিসে তুর্কি সংখ্যালঘুদের অধিকার হরণ নিয়েও সতর্ক করেছেন এরদোগান।