১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জেলায় বৃষ্টির দেখা মিললেও, কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মে ২০২২, বুধবার
  • / 7

পুবের কলম প্রতিবেদক: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এর বেশিরভাগ অংশে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু সম্পূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশে প্রবেশ করবে। যার জেরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী ৩ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বইতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

 

এই কদিন কলকাতায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি ওপরে। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলায় বৃষ্টির দেখা মিললেও, কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

আপডেট : ১৮ মে ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এর বেশিরভাগ অংশে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু সম্পূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশে প্রবেশ করবে। যার জেরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী ৩ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বইতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

 

এই কদিন কলকাতায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি ওপরে। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য।