ইরাকে খনন কার্যে সন্ধান মিলল ৩৪০০ বছরের প্রাচীন নগরীর, বিস্তারিত জানলে চমকে উঠবেন
- আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্কঃ তীব্র খরায় শুকিয়ে গিয়েছিল টাইগ্রিস নদীর একাংশ। সেটা খনন করতেই বেরিয়ে এল এক সুপ্রাচীন এক সভ্যতা। ইতিহাসবিদের ধারণা কমপক্ষে ৩৪০০ বছরের পুরাতন এই নগরী। এটি ছিল মিত্তানি সাম্রাজ্যের অংশ। এটি খুব সম্ভবত ১৫৫০ থেকে ১৩৫০ খ্রীষ্টপূর্বের মধ্যে। ইরাকের কিমিউন এলাকায় শহরটির ভগ্নাবশেষ উদ্ধার হয়েছে।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, শহরটির অস্তিত্ব ছিল ব্রোঞ্জ যুগে। বস্তুত, জার্মান এবং কুর্দিশ প্রত্নতাত্ত্বিকদের দু’টি দল যৌথভাবে খননকাজ চালিয়ে প্রাচীন এই শহরটিকে ফের জনসমক্ষে এনেছেন। বিগত কয়েকবছর ধরে শুকিয়ে গিয়েছে ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর জল। এমতবস্থায় যাতে ফসলের ক্ষতি না হয় তার জন্য মসুল বাধের লাগোয়া জলাধারে শুরু হয় খনন কার্য। এই খনন কার্য চালানোর সময়েই সন্ধান মেলে এই সুপ্রাচীন নগরীর।
মনে করা হচ্ছে ভূমিকম্পের কবলে পড়ে গোটা শহরটাই চাপা পড়ে যায় মাটির নিচে চাপা পড়ে যায়। ২০২২ সালে এসে ফের সামনে এল খ্রীষ্টপূর্বাব্দের এই শহর।