মোদির মার্কিন সফর ঘিরে তৈরি হচ্ছে উদ্দীপনা, ঐতিহাসিক সফরের তকমা
ইমামা খাতুন
- আপডেট :
১৪ জুন ২০২৩, বুধবার
- / 27
পুবের কলম,ওয়েবডেস্ক:আগামী সপ্তাহে ৪ দিনের আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ২১ থেকে ২৪ জুন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে বিশেষ করে রাখতে নানা পর্যায়ে প্রস্তুতি চলছে সে দেশে। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পাশাপাশি একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন নামো।
সফর চলাকালীন মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা নমোর। এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভারতের প্রথম কোনও প্রধানমন্ত্রী এই কৃতিত্বের অধিকারী হতে চলেছেন।
জানা গেছে, চার দিনের এই সফরে প্রথমে নিউ-ইয়র্ক যাবেন তিনি। তারপর ২১ তারিখ রাষ্ট্রসংঘের সচিবালয়ে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ উপলক্ষে একটি অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন মোদি। পূর্ব-পরিকল্পনা মাফিক ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিলের আয়োজিত ‘রাষ্ট্রীয় নৈশাহার’-এ যোগ দেবেন তিনি।
আসন্ন সফরটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে তুলে ধরতে কসুর করছে না দুই দেশ। কূটনৈতিক শিবিরের মতে, ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাষ্ট্রীয় সফর করেছিলেন আমেরিকায়। তার ঠিক আগেই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হয়ে গিয়েছিল ভারতের। তখন দ্বিপক্ষিক সম্পর্ক ঘিরে দু’দেশে উন্মাদনা ছিল সমানে সমানে। গত মাসে প্রধানমন্ত্রীর হিরোশিমা (জি৭ বৈঠক) সফরের সময় থেকেই আমেরিকার পক্ষ থেকে তাঁর আসন্ন ওয়াশিংটন যাত্রা (২১ থেকে ২৪ জুন) নিয়ে খুবই আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।
এদিকে, মোদির আমেরিকার সফরকে ঘিরে মার্কিন মুলুকের শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। তাঁর সফরের দিকে আমেরিকার জনগণ তাকিয়ে রয়েছে বলে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নতুন মানদণ্ড স্থাপন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।