স্বাস্থ্য পানীয় থেকে বোর্নভিটা বাদ, ই-কমার্স ফার্মগুলিকে নির্দেশ কেন্দ্রের

- আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: বোর্নভিটা স্বাস্থ্য পানীয় হিসেবে জনপ্রিয়। কিন্তু এবার সেই স্বাস্থ্য পানীয় থেকে বাদ হতে চলেছে বোর্নভিটা। কারণ কেন্দ্রের তরফ থেকে ই-কমার্স ফার্মগুলিকে এবার এই মর্মে নির্দেশিকা দেওয়া হল। বাণিজ্য ও শিল্প মন্ত্রক সমস্ত ই-কমার্স সংস্থাকে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ‘স্বাস্থ্য পানীয়’ বিভাগ থেকে সমস্ত রকম পানীয় সহ বোর্নভিটাকে সরানোর নির্দেশ দিয়েছে।
এফএসএসএআই (ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি) ২ এপ্রিল, সমস্ত ই-কমার্স সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইটে বিক্রি হওয়া খাদ্য পণ্যগুলির যথাযথ শ্রেণীবিভাগ নিশ্চিত করতে বলার পর কেন্দ্রের তরফে এই নির্দেশ আসে। শিশু অধিকার সুরক্ষার জন্য গঠিত জাতীয় কমিশন, আইন ২০০৫-এর ধারা ১৪’র অধীনে তদন্তের পরে এই সিদ্ধান্তে পৌঁছেছে।
এফএসএসএআই স্পষ্ট করেছে যে ‘স্বাস্থ্য পানীয়’ শব্দটি এফএসএস আইন ২০০৬ বা এর অধীনে প্রণীত নিয়ম ও প্রবিধানের অধীনে কোথাও সংজ্ঞায়িত বা মানসম্মত নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশোধনমূলক পদক্ষেপের লক্ষ্য পণ্যগুলির প্রকৃতি এবং কার্যকরী বৈশিষ্ট্যগুলির বিষয়ে স্বচ্ছতা বৃদ্ধি করা এবং নিশ্চিত করা যে ভোক্তারা বিভ্রান্তিকর তথ্যের সম্মুখীন না হয়ে পছন্দের পণ্য বেছে নিতে পারে।