মেয়াদ শেষ হচ্ছে ডিজি-মুখ্যসচিবের, রাজ্যের শীর্ষ পদে বড় রদবদলের সম্ভাবনা

- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: চলতি মাসেই রাজ্য প্রশাসনের দুই শীর্ষ পদে হতে পারে বড়সড় রদবদল। একদিকে, রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, মেয়াদ শেষ হতে চলেছে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের। উভয় পদেই কারা আসবেন তা নিয়ে তুমুল আলোচনা চলছে। জানা গিয়েছে, রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ভাবী মুখ্যসচিব বিপি গোপালিকাকে যাবতীয় দায়িত্ব ও কাজ বুঝিয়ে দেওয়ার জন্য হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অবসর নিলেও হরিকৃষ্ণকে এখনই ছাড়তে চায় না সরকার। সূত্রের খবর, অবসরের পর তাঁকে বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে। তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে অথবা রাজ্য অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রর সঙ্গে কাজ করতে পারেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের ১৩ তলাতে তাঁর নতুন অফিস তৈরির তোড়জোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি পদেও হতে চলেছে বড় ধরণের রদবদল। বর্তমান ডিজি মনোজ মালব্যর কর্মকালের মেয়াদও চলতি মাসেই শেষ হচ্ছে। সূত্রের খবর, ওই পদে আসতে পারেন আইপিএস অফিসার ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব পদে কর্মরত রয়েছেন তিনি। অন্যদিকে, আইপিএস অফিসার রাজেশ কুমারের নামও ডিজি পদের জন্য চর্চায় রয়েছে। তবে এখনও পর্যন্ত এই পদে কাকে চূড়ান্ত করা হবে, তা জানা যায়নি।