শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেনটি অমৃতসর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। তখনই সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
পুলিশ এদিন আরও জানিয়েছে, জখম চারজনের মধ্যে তিনজন বিহারের (bihar) বাসিন্দা ও একজন উত্তরপ্রদেশের। বিহারের ভোজপুরের অজয় কুমার ও তাঁর স্ত্রী সঙ্গীতা কুমারী, বিরারের নওয়াদার বাসিন্দা সোনু কুমার ও উত্তরপ্রদেশের (uttarpradesh) আশুতোষ পাল বর্তমানে ফতেগড় সাহিবের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।