০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রাপোল সীমান্তে চালু আমদানি-রফতানি 

ইমামা খাতুন
  • আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 21

এম এ হাকিম, বনগাঁ:  ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটি শেষে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়েছে। ঈদ উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে একটানা ৮দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর শনিবার থেকে তা পুনরায় চালু হয়েছে। শনিবার সন্ধ্যায় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ‘ঈদের ছুটি শেষে আজ থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানির কার্যক্রম চালু হয়েছে। আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।’ এদিকে, পেট্রাপোল স্থল বন্দরে লোড-আনলোডের সঙ্গে যুক্ত সংস্থা সূত্রে প্রকাশ, শনিবার বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর থেকে থেকে ১৫ ট্রাক পাবদা মাছ, গার্মেন্টস সামগ্রী এবং কিছু পাট বোঝাই ট্রাক এসেছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেট্রাপোল সীমান্তে চালু আমদানি-রফতানি 

আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার

এম এ হাকিম, বনগাঁ:  ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটি শেষে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়েছে। ঈদ উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে একটানা ৮দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর শনিবার থেকে তা পুনরায় চালু হয়েছে। শনিবার সন্ধ্যায় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ‘ঈদের ছুটি শেষে আজ থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানির কার্যক্রম চালু হয়েছে। আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।’ এদিকে, পেট্রাপোল স্থল বন্দরে লোড-আনলোডের সঙ্গে যুক্ত সংস্থা সূত্রে প্রকাশ, শনিবার বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর থেকে থেকে ১৫ ট্রাক পাবদা মাছ, গার্মেন্টস সামগ্রী এবং কিছু পাট বোঝাই ট্রাক এসেছে।