চার্চের সম্পত্তি বেদখল, জগনমোহনের কাছে খ্রিস্টানরা
ইমামা খাতুন
- আপডেট :
২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপি শাসনামলে দেশজুড়ে বেড়েছে সংখ্যালঘু খ্রিস্টানদের উপর আক্রমণ ও নির্যাতনের ঘটনা। এর আগে যেটা শুধু মুসলিমদের লক্ষ্য করে হত, এখন সেই নিশানা ঘুরে গিয়েছে খ্রিস্টানদের দিকেও। ধর্মান্তরিত করার অভিযোগ কিংবা অন্যান্য ইস্যু তুলে চার্চে আক্রমণ করা হচ্ছে।
এই অবস্থায় দেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। অবিজেপি রাজ্য অন্ধ্রপ্রদেশও এমন ঘটনার সাক্ষী। তবে সেখানে অভিযোগটা ভিন্ন ধরনের। চার্চের জমি দখল করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জমি মাফিয়া, সমাজবিরোধী ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এর সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ।
তাই সেখানকার খ্রিস্টান কমিউনিটির একদল প্রতিনিধি সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির সঙ্গে। রাজ্যে অবস্থিত চার্চগুলির সম্পত্তি রক্ষায় তিনি বিশেষ পদক্ষেপ নিন, এটাই তাদের দাবি। বৈঠকে বিশপ ও অন্যান্য খ্রিস্টান নেতারা অভিযোগ তোলেন, গির্জার সম্পত্তি অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী রেড্ডি এ ব্যাপারে তাদের আশ্বস্ত করে জানান, খ্রিস্টানদের এই বিষয়গুলি দেখার জন্য একজন অ্যাডভাইজার নিয়োগ করবেন তিনি। চার্চের অধীনে যে সমস্ত স্কুল, কবরস্থান, সম্পত্তি রয়েছে সেগুলি কেন বেদখল হয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখবেন এই উপদেষ্টা। তারপর তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন।