পুবের কলম প্রতিবেদক: ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে ফের হুড়োহুড়ি। চলতি ফেব্রুয়ারির ২৩ তারিখে দুবাইয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হচ্ছে। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ ক্রমে আকাশ ছুঁয়ে ফেলছে। তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদাও আকাশচুম্বী। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার চলছে।
আকর্ষণীয় এই ম্যাচের টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। প্রথম দফায় গত ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে অতিরিক্ত কিছু টিকিট এদিন বাজারে ছাড়ে আইসিসি। কিন্তু এবারে আগের রেকর্ড ভেঙে মাত্র ১ মিনিটে শেষ হয় সব টিকিট।