শ্রীলঙ্কায় বন্ধ ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ

- আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
- / 31
পুবের কলম প্রতিবেদক : আর্থিকভাবে বিপর্যস্ত শ্রীলংকা। কারফিউয়ের পর শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও নিষিদ্ধ করা হয়েছে। রবিবার, দেশে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে রাজধানী কলম্বোতে কারফিউ জারি হতেই রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে । সব দোকানপাট বন্ধ। যাতে পরিস্থিতির অবনতি না হয় সেকথা মাথায় রেখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা প্রতিটি কোণে পাহারা দিচ্ছে ।
অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে সাহায্য করতে এগিয়ে এসেছে ভারত। শ্রীলঙ্কার জ্বালানি সংকট মোকাবিলায় ভারত একটি তেলের ট্যাঙ্কার পাঠিয়েছে। শনিবার তা শ্রীলঙ্কায় পৌঁছায় । এতে জ্বালানি সঙ্কট মোকাবিলা করে সাধারণ মানুষের স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কায় চাল পাঠানোর প্রস্তুতিও শুরু করেছে ভারত। ৪০ হাজার টন চাল লোডিং শুরু হয়েছে। শীঘ্রই চালের চালান শ্রীলঙ্কায় পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভারত ২০২২ সালে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩০০,০০০ টন চাল পাঠাবে। এটি শ্রীলঙ্কায় সরবরাহ বাড়াবে, যা দেশে দাম কমিয়ে আনবে। শ্রীলঙ্কায় গভীর অর্থনৈতিক সমস্যার মধ্যে শুক্রবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও অত্যাবশ্যকীয় সেবা সরবরাহ রক্ষণাবেক্ষণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সারাদেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার, সেনাবাহিনী মোতায়েনের মধ্যে রাজধানী কলম্বোতে দোকান খোলা হয়েছিল । যাতে লোকেরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছিল।