বাজি বিস্ফোরণে ধৃত কারখানার মালিক, রিপোর্ট চাইল নবান্ন

- আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 32
পুবের কলম, ওয়েবডেস্ক: ১২ ঘণ্টার মধ্যেই আটক পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত কারখানার এক মালিক। মঙ্গলবার সকালে ঢোলাহাট থানার পুলিশের হাতে ধরা পড়েন চন্দ্রকান্ত বণিক। বিস্ফোরণের ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন।
আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
সোমবার রাতে চন্দ্রকান্ত বণিকে বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার ছিল। তা ফেটেই বিপত্তি বলে খবর। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংস সদস্য। ভোররাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে সুতপা বণিক নামে এক মহিলার।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কারখানার দুই মালিক চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক। মঙ্গলবার সকালে চন্দ্রকান্তকে আটক করল পুলিশ। তবে এখনও পর্যন্ত বেপাত্তা তুষার বণিক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের দাবি, ১০ বছরেরও বেশি সময় ধরে জনবসতির মাঝেই চলছিল বাজি তৈরি। যদিও অনেকে মনে করছেন বাজির আড়ালে সেখানে বোমা তৈরি হত নিয়মিত। কারখানা বন্ধ করতে বহুবার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলেই অভিযোগ।