পুবের কলম প্রতিবেদক: আরসিবি ছেড়ে এবার দিল্লি ক্যাপিটালসে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার ফাফ ডুপ্লেসিস। সোমবার তাঁকে সরকারীভাবে দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক নির্বাচিত করা হল। প্রসঙ্গত শুক্রবারই দিল্লির অধিনায়ক হিসেবে নির্বাচিত করে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে।
ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়ে ডুপ্লেসিস জানালেন, ‘আমি খুব উত্তেজিত। দিল্লির এই দলটা দারুণ। অনেক উচ্চমানের প্রতিভাসম্পন্ন ক্রিকেটার রয়েছেন এই দলটাতে। স্বাভাবিকভাবেই আমি খুব খুশি ও নতুন করে আইপিএলে নামার জন্য তৈরি আছি।’ চলতি বছরে ২ কোটি টাকায় তাঁকে কিনেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস।