Pahalgam Terror Attack: কেন্দ্রের ব্যর্থতা, অভিযোগ ওয়াইসির

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 60
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা জড়িতদের কঠোর শাস্তির দাবি তুললেন মিম প্রধান এবং সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM president Asaduddin Owaisi)। একইসঙ্গে এই হামলা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন হায়দারাবাদের সাংসদ। ওয়াইসি অভিযোগ করেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা সম্পূর্ণ কেন্দ্রের ব্যর্থতা। গোয়েন্দা ব্যর্থতার ফলেই এই হামলা হয়েছে। কারা হামলা চালাল! কীভাবে হামলা হল! নিরাপত্তা বাহিনী কোথায় ছিল! এই সমস্ত প্রশ্নের জবাবদিহিতা করতে হবে প্রধানমন্ত্রী মোদিকে। মিম প্রধান বলেন, “উরি এবং পুলওয়ামার ঘটনার থেকেও ভয়াবহ এবং বিপজ্জনক হামলা এটি। পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে তাদের নির্বিচারে হত্যা করেছে সন্ত্রাসীবাদীরা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দাবি করছি, জড়িতদের কঠোর ব্যবস্থা করুন সরকার।”
আরও পড়ুন: Pahalgam Terror Attack: প্রাণে বাঁচলেন ত্রিপুরার ৫ পর্যটক, আতঙ্কের ঘোর এখনও কাটেনি তাঁদের
সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পেছনে যারাই থাকুক না কেন, তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।”
#PahalgamTerrorAttack
BJP IT cell is spreading fake narratives pic.twitter.com/GtaHkJ58C9— Owaisi speaks (@AsaduddinO15644) April 23, 2025