ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার

- আপডেট : ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি নেতার বিরুদ্ধে ভুয়ো মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করার অভিযোগ। ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সরকারি হাসপাতালে ওই বিজেপি নেতা কাজ করতেন বলে অভিযোগ উঠেছে।বিজেপির জব্বলপুর মেডিক্যাল সেলের প্রাক্তন সহ-আহ্বায়ক শুভম অবস্থির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।ভুয়ো আয়ুষ সার্টিফিকেট নিয়ে শেঠ গোবিন্দ দাস জেলা হাসপাতালে কাজ করতেন বলে অভিযোগ।৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে করা এফআইআরে এই অভিযোগ তোলা হয়েছে। সিভিল লাইনস থানার ইনচার্জ নেহেরু সিং খাণ্ডাতে জানান, আদালতের নির্দেশে প্রতারণার অভিযোগে অবস্থির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিয়ে সরব বিরোধীরা
শৈলেন্দ্র বারি নামে এক ব্যক্তি আরটিআই করলে শুভম অবস্থির বিষয়টি প্রকাশ্যে আসে। বিশ্ববিদ্যালয় এবং সরকারি আয়ুর্বেদিক কলেজে জমা দেওয়া তথ্য অধিকার আইনের মাধ্যমে ওই ব্যক্তি জানতে পারেন যে অবস্থি কখনও ওই বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে ভর্তি হননি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই শুভম অবস্থি ২০২১ সালে হাসপাতাল থেকে পদত্যাগ করেন। শৈলেন্দ্র বারির অভিযোগ পুলিশ না নেওয়ায় তিনি জেলা আদালতের দ্বারস্থ হন। ১৪ ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেট সিভিল লাইন পুলিশকে বিষয়টি তদন্তের নির্দশ দেন। অবস্থির সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছে বিজেপি। বিজেপির জব্বলপুর শহরের সভাপতি রত্নেশ সোনকার বলেছেন, অবস্থি একসময় জেলা মেডিক্যাল সেলের সহ-আহ্বায়ক পদে ছিলেন। তবে দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোনকার আরও বলেন, অবস্থি দোষী সাব্যস্ত হলে দলীয় নির্দেশিকা অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য বিজেপি মিডিয়া সেলের সহ-আহ্বায়ক এবং দন্ত চিকিৎসক অশ্বিনী ত্রিবেদী জানিয়েছেন, শুভম অবস্থির বিরুদ্ধে অভিযোগ ওঠায় দুই বছর আগে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।