গোল্ড মেডেল পেলেন ফারজানা আমানী হাসান

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 52
পুবরে কলম, ওয়বেডেস্ক: স্বপ্ন, সাধনা, অধ্যাবসায় আর সংগ্রামের অপূর্ব সম্মিলনে পৌঁছানো যায় সাফল্যের শিখরে। সেটাই করে দেখালেন ফারজানা আমানী হাসান। একজন সাহসী স্বপ্নদেখা মেয়ে, যিনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছেন। বারাসাত ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এলএলএম-এ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এবং গোল্ড মেডেল পেয়েছেন। ফারজানার এই কৃতিত্ব শুধু তাঁর একার নয়, এটি তাঁর বাবা-মায়েরও। বিশেষ করে ফারজানার এই স্বপ্ন পূরণের পিছনে এক অনুপম প্রেরণা তাঁর মা হাসিনা হাসান ও বাবা আইয়ুব হাসান। ফারজানার পড়াশোনার ব্যাপারে মা বিশেষ ভাবে নজর রাখতেন। বাবা দৈনিক পুবের কলম পত্রিকার সহ-সম্পাদক। পিতামাতার দু’জনের অটল মনোবলই মেয়ের স্বপ্নকে করেছে বাস্তব। ফারজানা ভবিষ্যতে আইনজীবীদের শিক্ষক হবেন। গত ১২ এপ্রিল ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলার ড. শঙ্কর গঙ্গোপাধ্যায় ফারজানার হাতে সার্টিফিকেট ও গোল্ড মেডেল তুলে দেন।