১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একই বিমান চালিয়ে নজির গড়লেন বাবা ও মেয়ে

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
  • / 13

PIC-COLLECTED

পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন এক ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা। এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল আইএএফ (Indian Air Force)। একই বিমান ওড়ালেন বাবা ও মেয়ে! এর আগে কখনই বাবা ও মেয়ে একসঙ্গে, একই মিশনে কাজ করে নি বলেই জানিয়েছেন বায়ুসেনা কর্তৃপক্ষ।
চলতি বছরের ৩০ মে বাবা ও মেয়ে কর্নাটকের বিদরের এয়ার ফোর্স স্টেশনে হক-১৩২ অ্যাডভান্সড জেট ট্রেনার্স ফাইটার জেট ওড়ান।

 

যেখানে বাবা সঞ্জয় শর্মা একজন ভারতীয় বায়ুসেনার এয়ার কমোডোর এবং তাঁর কন্যা অনন্যা শর্মা একজন প্রশিক্ষক ফ্লাইং অফিসার।
উল্লেখ্য, আকাশে সারি সারি যুদ্ধবিমান সাজিয়ে যুদ্ধের একটা নকশা আঁকা হয়। মূলত তাকেই বিমানসজ্জা বলা হয়ে থাকে। সেখানেই একসঙ্গে অংশ নিয়েছিলেন সঞ্জয় এবং অনন্যা।

আইএএফ সূত্রের খবর, বর্তমানে অনন্যার এখন প্রশিক্ষণ চলছে। পরে সে আরও কোনও বড় দায়িত্ব নিতে পারেন। ভবিষ্যতে আরও শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন যুদ্ধবিমান চালাবেন তিনি। ভারতীয় বায়ুসেনায় এমন ঘটনা এর আগে দেখা যায়নি, যেখানে একই বিমানসজ্জায় বাবা ও মেয়ে একসঙ্গে বিমান চালিয়েছেন।

এয়ার কমোডর সঞ্জয় শর্মা আইএএফে ১৯৮৯ সালে ফাইটার স্ট্রিমে কমিশন পান। তিনি একটি এমআইজি-21 স্কোয়াড্রনের পাশাপাশি একটি ফ্রন্টলাইন ফাইটার স্টেশনের নেতৃত্ব দিয়ে ফাইটার অপারেশনের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

এই মিশনে তারা দু’ই জন শুধুই সহকর্মী ছিলেন। এক মুহূর্তের জন্য এমন মনে হয়েছিল যে, তারা বাবা ও মেয়ে নয়। সহকর্মী হিসেবেই একান্ত নিষ্ঠার সঙ্গেই তারা এই মিশন সম্পূর্ণ করেছেন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একই বিমান চালিয়ে নজির গড়লেন বাবা ও মেয়ে

আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন এক ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা। এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল আইএএফ (Indian Air Force)। একই বিমান ওড়ালেন বাবা ও মেয়ে! এর আগে কখনই বাবা ও মেয়ে একসঙ্গে, একই মিশনে কাজ করে নি বলেই জানিয়েছেন বায়ুসেনা কর্তৃপক্ষ।
চলতি বছরের ৩০ মে বাবা ও মেয়ে কর্নাটকের বিদরের এয়ার ফোর্স স্টেশনে হক-১৩২ অ্যাডভান্সড জেট ট্রেনার্স ফাইটার জেট ওড়ান।

 

যেখানে বাবা সঞ্জয় শর্মা একজন ভারতীয় বায়ুসেনার এয়ার কমোডোর এবং তাঁর কন্যা অনন্যা শর্মা একজন প্রশিক্ষক ফ্লাইং অফিসার।
উল্লেখ্য, আকাশে সারি সারি যুদ্ধবিমান সাজিয়ে যুদ্ধের একটা নকশা আঁকা হয়। মূলত তাকেই বিমানসজ্জা বলা হয়ে থাকে। সেখানেই একসঙ্গে অংশ নিয়েছিলেন সঞ্জয় এবং অনন্যা।

আইএএফ সূত্রের খবর, বর্তমানে অনন্যার এখন প্রশিক্ষণ চলছে। পরে সে আরও কোনও বড় দায়িত্ব নিতে পারেন। ভবিষ্যতে আরও শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন যুদ্ধবিমান চালাবেন তিনি। ভারতীয় বায়ুসেনায় এমন ঘটনা এর আগে দেখা যায়নি, যেখানে একই বিমানসজ্জায় বাবা ও মেয়ে একসঙ্গে বিমান চালিয়েছেন।

এয়ার কমোডর সঞ্জয় শর্মা আইএএফে ১৯৮৯ সালে ফাইটার স্ট্রিমে কমিশন পান। তিনি একটি এমআইজি-21 স্কোয়াড্রনের পাশাপাশি একটি ফ্রন্টলাইন ফাইটার স্টেশনের নেতৃত্ব দিয়ে ফাইটার অপারেশনের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

এই মিশনে তারা দু’ই জন শুধুই সহকর্মী ছিলেন। এক মুহূর্তের জন্য এমন মনে হয়েছিল যে, তারা বাবা ও মেয়ে নয়। সহকর্মী হিসেবেই একান্ত নিষ্ঠার সঙ্গেই তারা এই মিশন সম্পূর্ণ করেছেন।