ফেব্রুয়ারিতেই পারদ চড়ল, এখনই জারি তাপপ্রবাহের সতর্কতা

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: ভরা বসন্তেই যেন বৈশাখের উত্তাপ। তীব্র গরম না পরলেও অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। আগামী গ্রীষ্মে তাপমাত্রা যে কেমন হতে পারে, তা কিছুটা হলেও মালুম হচ্ছে এই বসন্তেই। প্রকৃতির খামখেয়ালি আর আবহাওয়ার রকমফেরে গতবছর রেকর্ড গরম দেখেছে কলকাতা। রাজ্যে এখনও বৃষ্টির আবহ থাকলেও, গরম যে বাড়ছে না এমনটা নয়।
কলকাতার এই চরম অস্বস্তির মাঝে বিপাকে পড়েছে আরব সাগরের তীরের শহর। বাণিজ্য নগরীতে এখন থেকেই বাজতে শুরু করছে বিপদ নির্ঘণ্ট। আজ বুধবার মুম্বই, থানে-সহ একাধিক এলাকায় তাপপ্রবাহ বইতে পারে সাবধান করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালেই তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। এখনও বাকি গোটা দিন। বেলা গড়াতেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
মুম্বইয়ের পাশাপাশি দেশের সিলিকন শহর বেঙ্গালুরুতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মনোরম আবহাওয়ার জন্য দেশের অন্যতম প্রিয় শহর বেঙ্গালুরুতেও হাঁসফাঁস দশা শুরু হয়েছে। ইতিমধ্যে বেঙ্গালুরুতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এমনকী, গত দুই দশকে এখনও পর্যন্ত সবচেয়ে গরম ফেব্রুয়ারির সঙ্গে মোকাবিলা করছে বেঙ্গালুরু, জানাচ্ছে আবহাওয়া দফতর।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder