১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে স্বস্তি! জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় জামিন পেলেন লালু-রাবড়ি সহ কন্যা মিশা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার
  • / 18

পুবের কলম, ওয়েবডেস্ক:  অবশেষে স্বস্তি লালুর পরিবারে। বুধবার জমির বদলে চাকরি দুর্নীতি  মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব সহ তার স্ত্রী রাবড়ি দেবী ও তাদের কন্যা মিশা ভারতী। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে তাদের এই জামিন দেওয়া হয়।

জমির বদলে চাকরি দুর্নীতিতে ইডি ও সিবিআয়ের স্ক্যানারে লালুর পরিবার। গত মাসেই সিবিআই দিল্লির আদালতে চার্জশিট পেশ করে। সেখানে লালু প্রসাদ যাদব,  তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে তাদের গ্রেফতারির দাবি জানানো হয়নি চার্জশিটে।

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

সম্প্রতি  কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে ৭৪ বছরের লালু প্রসাদ যাদবের। এদিন সকাল ১০ নাগাদ একটি হুইল চেয়ারে করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আসেন লালু প্রসাদ। সঙ্গে আসেন স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতী। এর পর সকাল ১১টা নাগাদ বিচারপতি গীতাঞ্জলি গোয়েলের সামনে হাজির হয় লালুর পরিবার। গত ২৭ ফেব্রুয়ারি বিচারপতি গোয়েল ১৫ মার্চ লালু ও রাবড়ি সহ তাদের কন্যা মিশা ভারতীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। সেই মামলায় জামিন পেল লালুর পরিবার।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

সূত্রের খবর, আগামিদিনে যদি জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় বিহারের  প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আদালতে হাজিরা দিতে বলা হয়, তাহলে তিনি  আর হাজিরা দেবেন কি না, তা স্থির করবেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন জানানো হবে।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

উল্লেখ্য, সম্প্রতি  লালু প্রসাদ, রাবড়ি দেবী সহ কন্যা মিশা ভারতীর পর বিহারের উপ মুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদবের বাড়িতেও হানা দেয় ইডি। তেজস্বীকে সমন পাঠানো হলেও স্ত্রীয়ের অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।

উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের  একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সিবিআই চার্জশিটে বলা হয়,  ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম  মূল্যে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনে  নিয়োগ চলেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার  চার্জশিটে দাবি করা হয়েছে, জমির বিনিময়ে চাকরি দুর্নীতিতে সরাসরি যুক্ত  ছিলেন লালু প্রসাদ যাদব ও  তাঁর পরিবারের সদস্যরা।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে স্বস্তি! জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় জামিন পেলেন লালু-রাবড়ি সহ কন্যা মিশা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  অবশেষে স্বস্তি লালুর পরিবারে। বুধবার জমির বদলে চাকরি দুর্নীতি  মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব সহ তার স্ত্রী রাবড়ি দেবী ও তাদের কন্যা মিশা ভারতী। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে তাদের এই জামিন দেওয়া হয়।

জমির বদলে চাকরি দুর্নীতিতে ইডি ও সিবিআয়ের স্ক্যানারে লালুর পরিবার। গত মাসেই সিবিআই দিল্লির আদালতে চার্জশিট পেশ করে। সেখানে লালু প্রসাদ যাদব,  তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে তাদের গ্রেফতারির দাবি জানানো হয়নি চার্জশিটে।

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

সম্প্রতি  কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে ৭৪ বছরের লালু প্রসাদ যাদবের। এদিন সকাল ১০ নাগাদ একটি হুইল চেয়ারে করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আসেন লালু প্রসাদ। সঙ্গে আসেন স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতী। এর পর সকাল ১১টা নাগাদ বিচারপতি গীতাঞ্জলি গোয়েলের সামনে হাজির হয় লালুর পরিবার। গত ২৭ ফেব্রুয়ারি বিচারপতি গোয়েল ১৫ মার্চ লালু ও রাবড়ি সহ তাদের কন্যা মিশা ভারতীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। সেই মামলায় জামিন পেল লালুর পরিবার।

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

সূত্রের খবর, আগামিদিনে যদি জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় বিহারের  প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আদালতে হাজিরা দিতে বলা হয়, তাহলে তিনি  আর হাজিরা দেবেন কি না, তা স্থির করবেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন জানানো হবে।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

উল্লেখ্য, সম্প্রতি  লালু প্রসাদ, রাবড়ি দেবী সহ কন্যা মিশা ভারতীর পর বিহারের উপ মুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদবের বাড়িতেও হানা দেয় ইডি। তেজস্বীকে সমন পাঠানো হলেও স্ত্রীয়ের অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।

উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলে চাকরি দেওয়ার বিনিময়ে বিহারের  একাধিক জমি নিজের ও পরিবারের নামে করে নিয়েছিলেন বলে অভিযোগ। সিবিআই চার্জশিটে বলা হয়,  ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি রেলে চাকরির বদলে কম  মূল্যে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনে  নিয়োগ চলেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার  চার্জশিটে দাবি করা হয়েছে, জমির বিনিময়ে চাকরি দুর্নীতিতে সরাসরি যুক্ত  ছিলেন লালু প্রসাদ যাদব ও  তাঁর পরিবারের সদস্যরা।