২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে করণীয় কি, জেনে নিন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক: পাসপোর্ট নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি একটি প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা হয়। দেশ থেকে বিদেশে যেতে হলে পাসপোর্ট-এর প্রয়োজন হয়। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে পাসপোর্টের প্রয়োজনীয়তা রয়েছে। এখন মুশকিল হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সরকারি নথি যদি হঠাৎ করে হারিয়ে যায় তাহলে কি করবেন! দেশে হারিয়ে গেলে সেই জায়গাটি আপনার পরিচিত, কিন্তু বিদেশে হারিয়ে গেলে বেশি সমস্যার সম্মুখীণ হতে হয়।

পাসপোর্ট একটি সরকারি নথিপত্র, বৈধ প্রমাণ। আর সব থেকে সমস্যা হল যদি বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে যায় তাহলে অথৈ জলে পড়া ছাড়া আর কোনও উপায় নেই।

তবে এক্ষেত্রে প্রথম করণীয় কাজ স্থানীয় থানা অভিযোগ দায়ের করা, ভারতীয় দূতাবাসে জানানো। এছাড়া অনেক ক্ষেত্রে পুনরায় ‘রি-ইস্যু’র জন্য আবেদন করা যেতে পারে।

 

করণীয় পাঁচটি পদক্ষেপের কথা জানানো হল-

১) পুলিশে অভিযোগ দায়ের:

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথম পদক্ষেপ স্থানীয় নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করা। রিপোর্টে একটি কপি নিজের কাছে রাখতে হবে। কারণ সেটি আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের হারানোর প্রমাণ হিসেবে গণ্য হবে। একটি পুলিশ রিপোর্ট আপনাকে দূতাবাস সম্পর্কিত আনুষ্ঠানিকতা যেমন একটি নতুন পাসপোর্ট বা জরুরি শংসাপত্রের জন্য আবেদন করতে সহায়তা করে।

২) নিকটস্থ ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করুন 

 

দ্বিতীয় পদক্ষেপ হল নিকটবর্তী ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। বিদেশে ভারতীয় দূতাবাসগুলি বিদেশে আটকে থাকা বা হারিয়ে যাওয়া পাসপোর্টের মতো কোনও সমস্যার সম্মুখীন নাগরিকদের সাহায্য করার জন্য রয়েছে।

 

৩) নতুন পাসপোর্ট বা জরুরি শংসাপত্রের জন্য আবেদন করা

এক্ষেত্রে আপনার কাছে দুটি বিকল্প রয়েছে – আপনি হয় একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বা একটি জরুরি শংসাপত্র পেতে পারেন। যদি আপনি মনে করেন নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে  এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। ডুপ্লিকেট পাসপোর্ট জারি হয় না।  ভিন্ন পাসপোর্ট নম্বর সহ নতুন পাসপোর্ট নতুন বৈধতার সঙ্গে জারি করা যেতে পারে। নতুন পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ১) বর্তমান ঠিকানার প্রমাণ ২) জন্মতারিখের প্রামাণ্য নথি ৩) কিভাবে এবং কোথায় পাসপোর্ট হারিয়ে গেছে/ক্ষতি হয়েছে তা উল্লেখ করে হলফনামা ৪) পুলিশে অভিযোগনামা আসল কপি ৫) পুরনো পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার অ্যাটেসটেড করা ফটোকপি বা জেরক্স। সেইসঙ্গে যদি পাসপোর্টের ইসিআর/নন ইসিআর পেপার (যদি সম্ভব হয়)  ৬) হারিয়ে যাওয়া/ক্ষতিগ্রস্ত/চুরি হয়ে যাওয়া পাসপোর্টের ক্ষেত্রে আপনার পুরনো পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া(বাধ্যতামূলক নথি নয়)।  ৭) কিন্তু পাসপোর্টের আবেদনপত্র পূরণ করার সময় আপনাকে পাসপোর্ট নম্বর, ইস্যু করার তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ইস্যু করার স্থানের মতো পুরনো পাসপোর্টের বিবরণ দিতে হবে। ) আপনি যদি এক সপ্তাহ অপেক্ষা করতে না পারেন, তাহলে জরুরি শংসাপত্রের জন্য আবেদন করুন। এছাড়া অনুমোদিত ভ্রমণ সংস্থা হলে, ভ্রমণরত নথি ভারতে ফেরার জন্য সহায়ক নথি হিসেবে গণ্য হতে পারে।  জরুরি শংসাপত্র আবেদনের ক্ষেত্রে  হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি (উভয় দিক) পুলিশে দায়ের করা অভিযোগনামা বা জিডি পাসপোর্ট সাইজ ফটোআবেদনের ক্ষেত্রে ইএপি-২ ফর্মআপনি যে বিকল্পটি বেছে নিন না কেন, আপনাকে আবার আপনার ভিসা স্ট্যাম্প করাতে হবে।

৪) ভিসা পুনরায় রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে

বিদেশ ভ্রমণের সময় আপনি যদি আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেন, তাহলে আপনার কাছে থাকা ভিসাও হারাতে হবে। আপনি আপনার ভিসা ফেরত পেতে পারেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আপনার পুরানো ভিসার একটি কপি এবং দায়ের করা পুলিশ রিপোর্ট দেখাতে হবে। ৫) এছাড়াও আপনার নতুন পাসপোর্ট এবং/অথবা জরুরি শংসাপত্রের প্রয়োজন হবে।

 

৫) পুনরায় বিমানের সময়সূচী নির্ধারিত করা সহ ভ্রমণ বিমা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে

উপরের পদক্ষেপগুলি করার জন্য এবং আপনার ভ্রমণের নথিপত্র ঠিকঠাক করার জন্য আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকলে আপনার নির্ধারিত বিমান ধরা আপনার পক্ষে অসম্ভব হতে পারে। সম্ভাব্য পরিবর্তনগুলির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। যদিও সমস্ত ভিসার জন্য ভ্রমণবিমা বাধ্যতামূলক নয়, তবুও আপনার ভ্রমণের সময় নিজেকে কভার করার পরামর্শ দেওয়া হয়। পাসপোর্ট হারিয়ে ফেললে, আপনার ভ্রমণবিমা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের ঘটনা সম্পর্কে জানান। পাসপোর্ট হারানোর কারণে যে খরচ হয়েছে তার সঙ্গে সম্পর্কিত পুলিশ রিপোর্ট এবং রশিদ সঙ্গে রাখুন।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে করণীয় কি, জেনে নিন

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাসপোর্ট নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি একটি প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা হয়। দেশ থেকে বিদেশে যেতে হলে পাসপোর্ট-এর প্রয়োজন হয়। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে পাসপোর্টের প্রয়োজনীয়তা রয়েছে। এখন মুশকিল হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সরকারি নথি যদি হঠাৎ করে হারিয়ে যায় তাহলে কি করবেন! দেশে হারিয়ে গেলে সেই জায়গাটি আপনার পরিচিত, কিন্তু বিদেশে হারিয়ে গেলে বেশি সমস্যার সম্মুখীণ হতে হয়।

পাসপোর্ট একটি সরকারি নথিপত্র, বৈধ প্রমাণ। আর সব থেকে সমস্যা হল যদি বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে যায় তাহলে অথৈ জলে পড়া ছাড়া আর কোনও উপায় নেই।

তবে এক্ষেত্রে প্রথম করণীয় কাজ স্থানীয় থানা অভিযোগ দায়ের করা, ভারতীয় দূতাবাসে জানানো। এছাড়া অনেক ক্ষেত্রে পুনরায় ‘রি-ইস্যু’র জন্য আবেদন করা যেতে পারে।

 

করণীয় পাঁচটি পদক্ষেপের কথা জানানো হল-

১) পুলিশে অভিযোগ দায়ের:

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথম পদক্ষেপ স্থানীয় নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করা। রিপোর্টে একটি কপি নিজের কাছে রাখতে হবে। কারণ সেটি আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের হারানোর প্রমাণ হিসেবে গণ্য হবে। একটি পুলিশ রিপোর্ট আপনাকে দূতাবাস সম্পর্কিত আনুষ্ঠানিকতা যেমন একটি নতুন পাসপোর্ট বা জরুরি শংসাপত্রের জন্য আবেদন করতে সহায়তা করে।

২) নিকটস্থ ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করুন 

 

দ্বিতীয় পদক্ষেপ হল নিকটবর্তী ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। বিদেশে ভারতীয় দূতাবাসগুলি বিদেশে আটকে থাকা বা হারিয়ে যাওয়া পাসপোর্টের মতো কোনও সমস্যার সম্মুখীন নাগরিকদের সাহায্য করার জন্য রয়েছে।

 

৩) নতুন পাসপোর্ট বা জরুরি শংসাপত্রের জন্য আবেদন করা

এক্ষেত্রে আপনার কাছে দুটি বিকল্প রয়েছে – আপনি হয় একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বা একটি জরুরি শংসাপত্র পেতে পারেন। যদি আপনি মনে করেন নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে  এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। ডুপ্লিকেট পাসপোর্ট জারি হয় না।  ভিন্ন পাসপোর্ট নম্বর সহ নতুন পাসপোর্ট নতুন বৈধতার সঙ্গে জারি করা যেতে পারে। নতুন পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ১) বর্তমান ঠিকানার প্রমাণ ২) জন্মতারিখের প্রামাণ্য নথি ৩) কিভাবে এবং কোথায় পাসপোর্ট হারিয়ে গেছে/ক্ষতি হয়েছে তা উল্লেখ করে হলফনামা ৪) পুলিশে অভিযোগনামা আসল কপি ৫) পুরনো পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার অ্যাটেসটেড করা ফটোকপি বা জেরক্স। সেইসঙ্গে যদি পাসপোর্টের ইসিআর/নন ইসিআর পেপার (যদি সম্ভব হয়)  ৬) হারিয়ে যাওয়া/ক্ষতিগ্রস্ত/চুরি হয়ে যাওয়া পাসপোর্টের ক্ষেত্রে আপনার পুরনো পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া(বাধ্যতামূলক নথি নয়)।  ৭) কিন্তু পাসপোর্টের আবেদনপত্র পূরণ করার সময় আপনাকে পাসপোর্ট নম্বর, ইস্যু করার তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ইস্যু করার স্থানের মতো পুরনো পাসপোর্টের বিবরণ দিতে হবে। ) আপনি যদি এক সপ্তাহ অপেক্ষা করতে না পারেন, তাহলে জরুরি শংসাপত্রের জন্য আবেদন করুন। এছাড়া অনুমোদিত ভ্রমণ সংস্থা হলে, ভ্রমণরত নথি ভারতে ফেরার জন্য সহায়ক নথি হিসেবে গণ্য হতে পারে।  জরুরি শংসাপত্র আবেদনের ক্ষেত্রে  হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি (উভয় দিক) পুলিশে দায়ের করা অভিযোগনামা বা জিডি পাসপোর্ট সাইজ ফটোআবেদনের ক্ষেত্রে ইএপি-২ ফর্মআপনি যে বিকল্পটি বেছে নিন না কেন, আপনাকে আবার আপনার ভিসা স্ট্যাম্প করাতে হবে।

৪) ভিসা পুনরায় রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে

বিদেশ ভ্রমণের সময় আপনি যদি আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেন, তাহলে আপনার কাছে থাকা ভিসাও হারাতে হবে। আপনি আপনার ভিসা ফেরত পেতে পারেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আপনার পুরানো ভিসার একটি কপি এবং দায়ের করা পুলিশ রিপোর্ট দেখাতে হবে। ৫) এছাড়াও আপনার নতুন পাসপোর্ট এবং/অথবা জরুরি শংসাপত্রের প্রয়োজন হবে।

 

৫) পুনরায় বিমানের সময়সূচী নির্ধারিত করা সহ ভ্রমণ বিমা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে

উপরের পদক্ষেপগুলি করার জন্য এবং আপনার ভ্রমণের নথিপত্র ঠিকঠাক করার জন্য আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকলে আপনার নির্ধারিত বিমান ধরা আপনার পক্ষে অসম্ভব হতে পারে। সম্ভাব্য পরিবর্তনগুলির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। যদিও সমস্ত ভিসার জন্য ভ্রমণবিমা বাধ্যতামূলক নয়, তবুও আপনার ভ্রমণের সময় নিজেকে কভার করার পরামর্শ দেওয়া হয়। পাসপোর্ট হারিয়ে ফেললে, আপনার ভ্রমণবিমা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের ঘটনা সম্পর্কে জানান। পাসপোর্ট হারানোর কারণে যে খরচ হয়েছে তার সঙ্গে সম্পর্কিত পুলিশ রিপোর্ট এবং রশিদ সঙ্গে রাখুন।