পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। এবার শিয়ালদহ স্টেশন চত্ত্বর সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ নাগাদ স্টেশন সংলগ্ন ব্রিজের নীচে প্রাচী সিনেমা হলের দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। যার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে। কীভাবে আগুন লাগলো তার কারণ এখনও জানা যায়নি। দমকল সূত্রে জানা গেছে, একটি ফুলের দোকানে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতার আগুন নেভানোর কাজ করছে দমকল। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।