মগরাহাট স্টেশনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

- আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
- / 40
পুবের কলম ওয়েবডেস্ক: মগরাহাট রেলস্টেশনে অগ্নিকাণ্ড। আগুন লাগার জেরে ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকা আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন চত্বরে থাকা একটি মোবাইলের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। আশপাশের সমস্ত দোকানে ত্রিপলের ছাউনি থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।
আরও পড়ুন: এপ্রিলে ফের হকার অভিযান, দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট
সূত্রের খবর, আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ড। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে বালতিতে জল নিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে দমকলে। আপাতত ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।