২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুনোয় পাঁচটি নতুন শাবকের জন্ম, চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯

চামেলি দাস
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্ক: কুনো জাতীয় উদ্যানে খুশির খবর। নিরভা নামে  একটি চিতা জন্ম দিয়েছে পাঁচটি শাবকের। কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯। নতুন পাঁচটি চিতা শাবকের জন্মের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব। চিতার বংশবৃদ্ধি বিষয়টিকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।

আরও পড়ুন: Pahalgam terror attack: হামলার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে সাড়ে পাঁচ বছর বয়সে আনা হয়েছিল নিরভাকে। গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল। তবে ওই দু’টি শাকব   বাঁচেনি। তাই এ বিষয়ে অনেক বেশি সতর্ক ছিল কুনো উদ্যানের কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লিখেছেন, “চিতা প্রকল্পের সাফল্য আসলে ভারতের জীববৈচিত্র্যকেই প্রমাণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছচ্ছে ভারত।” নিরভার নতুন পাঁচ শাবক নিয়ে মোট চিতার সংখ্যা হল ৩১। শুধু কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা ২৯। এর মধ্যে ১৯টি শাবক এবং ১০টি পূর্ণ বয়স্ক রয়েছে। সম্প্রতি দু’টি পূর্ণ বয়স্ক পুরুষ চিতা পওয়ক ও প্রভাসকে গান্ধি সাগর বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। রবিবার পশু চিকিৎসকেরা শাবকদের ভিডিয়ো সংগ্রহ করার পরেই এই বিষয়ে নিশ্চিত হন। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ৮টি চিতাকে আনা হয়েছিল।  এদের মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ ছিল। তার পরের বছরই  ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুনোয় পাঁচটি নতুন শাবকের জন্ম, চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কুনো জাতীয় উদ্যানে খুশির খবর। নিরভা নামে  একটি চিতা জন্ম দিয়েছে পাঁচটি শাবকের। কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯। নতুন পাঁচটি চিতা শাবকের জন্মের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব। চিতার বংশবৃদ্ধি বিষয়টিকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।

আরও পড়ুন: Pahalgam terror attack: হামলার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে সাড়ে পাঁচ বছর বয়সে আনা হয়েছিল নিরভাকে। গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল। তবে ওই দু’টি শাকব   বাঁচেনি। তাই এ বিষয়ে অনেক বেশি সতর্ক ছিল কুনো উদ্যানের কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লিখেছেন, “চিতা প্রকল্পের সাফল্য আসলে ভারতের জীববৈচিত্র্যকেই প্রমাণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছচ্ছে ভারত।” নিরভার নতুন পাঁচ শাবক নিয়ে মোট চিতার সংখ্যা হল ৩১। শুধু কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা ২৯। এর মধ্যে ১৯টি শাবক এবং ১০টি পূর্ণ বয়স্ক রয়েছে। সম্প্রতি দু’টি পূর্ণ বয়স্ক পুরুষ চিতা পওয়ক ও প্রভাসকে গান্ধি সাগর বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। রবিবার পশু চিকিৎসকেরা শাবকদের ভিডিয়ো সংগ্রহ করার পরেই এই বিষয়ে নিশ্চিত হন। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ৮টি চিতাকে আনা হয়েছিল।  এদের মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ ছিল। তার পরের বছরই  ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল।