হাসপাতালে চিকিৎসক না থাকায় মায়ের কোলে মৃত্যু পাঁচ বছরের ঋষির , চাঞ্চল্য এলাকায়

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্কঃ চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের জবলপুরে।অসুস্থ সন্তানকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে গিয়েছিলেন সঞ্জয় পান্দ্রে নামক এক ব্যক্তি।তবে সেখানে গিয়ে ঘটে গেল অন্য আর এক ঘটনা।উল্লেখ্য, অসুস্থ ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন সঞ্জয় পান্দ্রে নামক এক ব্যক্তি।সেখানে চিকিৎসা তো দূরের কথা চিকিৎসক না থাকায়, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে নিজের মায়ের কোলেই মৃত্যু হয় পাঁচ বছরের শিশুটির।
মৃত শিশুটির নাম ঋষি পান্দ্রে।অভিযোগ, চিকিৎসা পাওয়া তো দূরের কথা, কোনও স্বাস্থ্যকর্মীর দেখা মেলনি।এক প্রকার বাধ্য হয়েই হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে থাকেন তাঁরা।দীর্ঘ সময় প্রখর রোদের তাপে থেকে আরও অসুস্থ হয়ে যায় ওই শিশু।একটা সময় মায়ের কোলেই মৃত্যু হয় শিশুটির।এই প্রসঙ্গে শিশুটির বাবা সঞ্জয় পান্দ্রে জানিয়েছেন, আমার ছেলে যন্ত্রণায় কষ্টে ছটফট করতে করতে আমাদের চোখের সামনেই মারা গেল।আর আমরা অসহায় হয়ে দেখছিলাম।কিছু করতে পারেনি আমাদের ফুটফুটে ঋষির জন্য।
এই ঘটনা জানাজানি হতেই সে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় যেমন স্থানীয়দের মধ্যে শোকের ছায়া পড়েছে, তেমনি ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।স্থানীয় সূত্রে খবর, হাসপাতালের চিকিৎসক ঘটনাস্থলে আসার পর তাঁকে দেরি করে আসা প্রসঙ্গে জিজ্ঞসা করা হলে, তিনি জানান, তাঁর স্ত্রী আগের দিন উপোস করেছিলেন। তাই তাঁর আসতে দেরি হয়ে গিয়েছে।এই কথা শুনে আরও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।তাঁদের দাবি, এখানে নাম মাত্র স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে।কোনও কাজের নয়।এমনকি ঋষি মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেও ওই চিকিৎসক আসেন নি বলেই খবর।এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর।ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।