পাঁচ যুবককে গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত মণিপুর, রাজ্যজুড়ে বন্ধ

- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: গত পাঁচ মাস ধরে মেতেই-কুকি গোষ্ঠী হিংসার জেরে বিপন্ন মণিপুরের জনজীবন। ফের উত্তপ্ত হল মণিপুর। পাঁচ যুবকে গ্রেফতারের প্রতিবাদে নতুন করে অশান্তি ছড়িয়েছে উপত্যকা রাজ্যে। ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে মেতেই মহিলা সংগঠন ‘মেইরা পাইবি’। মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ উপত্যকা। বন্ধের প্রভাব পড়েছে রাজধানী ইম্ফলেও। তালা পড়েছে দোকান-বাজার সর্বত্র। রাস্তায় যান চলাচলের সংখ্যাও কম।
মণিপুর পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক নিজেদের কাছে রাখার অপরাধে শনিবার পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। পোরমপট থানায় প্রতিবাদ দেখাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরেই অশান্তি ছড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। জমায়েত নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ বলে অভিযোগ। এরপরই ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দেয় মেইরা পাইবি-সহ স্থানীয় পাঁচটি ক্লাব।
পুলিশ ওই যুবকদের মুক্তি না দিলে প্রতিবাদ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন এক সংগঠনের সভাপতি ইয়ুমনাম হিটলার। তাঁর বক্তব্য, “ওই পাঁচ যুবক গ্রামের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করত। তারা গ্রামবাসীদের রক্ষায় কাজ করে। নিরাপত্তাবাহিনী ঠিকমতো কাজ করতে ব্যর্থ। আমরা ওই যুবকদের নিঃশর্ত মুক্তি চাই।”