যাত্রীদের ফেলে পালিয়েছিল উড়ান গো ফার্স্ট-কে ১০ লক্ষ জরিমানা

- আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: এবার শাস্তির মুখে বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট এয়ারলাইন বেঙ্গালুরু বিমানবন্দরের টারম্যাকে বাসে থাকা ৫৫ যাত্রীকে ফেলে উড়ে যায় গো ফার্স্ট এয়ারলাইনের উড়ানটি। ঘটনাটি ঘটেছিল ৯ জানুয়ারি । শুক্রবার এই এয়ারলাইনকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, একাধিক নিয়ম লঙ্ঘনের দায়েই বেসরকারি এই বিমান সংস্থাটিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিমান সংস্থাটির কাণ্ডজ্ঞানহীন আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ট্যুইট করেন যাত্রীরা। বিমান সংস্থার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর ও অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও অভিযোগ ট্যাগ করেন তাঁরা । ওই ট্যুইটের পরেই টনক নড়ে বিমান সংস্থাটির।