রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে নিহত ১২৯

- আপডেট : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম, ওয়েবডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসের কারণে ১২৯ জন নিহত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের দরুণ বন্যা ও ভূমিধসের সূত্রপাত হয়। সেবেয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক ফুটেজে দেখা গেছে, প্লাবিত রাস্তায় কাদা-মিশ্রিত পানি দ্রুত প্রবাহিত হচ্ছে। রুয়ান্ডার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী মারি সোলাঞ্জ কায়িসির জানান, মঙ্গলবার রাতে পশ্চিম ও উত্তর রুয়ান্ডার বেশকিছু অংশে বৃষ্টি হয়েছে। এই দুই অঞ্চলে ১২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেশকিছু ঘরবাড়ি ও ফসলি জমিও নষ্ট হয়েছে। রুয়ান্ডার ওয়েস্টার্ন প্রভিন্সের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ বৃষ্টি শুরু হয় এবং একপর্যায়ে সেবায়া নদীর তীর ছাপিয়ে পানি আশপাশের অঞ্চলে ঢুকে পড়ে। তিনি বলেন, এর আগেও কয়েকদিন বৃষ্টি হয়েছিল। তাতে মাটি ভিজে নরম ছিল। মঙ্গলবার আবারও বৃষ্টি হলে সহজেই ভূমিধস হয় এবং অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। এই বন্যা ও ভূমিধসে ওয়েস্টার্ন প্রভিন্সের রুটসিরো, নিয়াবিহু, রুবাভু ও এনগোরোরেরোতে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।