ফুলদানিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে ফুল? জেনে নিন ভালো রাখার টোটকা
- আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ ফুলদানিতে ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই ভালোবাসেন। এতে ঘর যেমন হয়ে ওঠে রঙিন, তেমন মনও আনন্দে ভরে ওঠে। তবে অনেক সময় দেখা যায় মাত্র একদিন বা দুদিনের মধ্যে সেই ফুল নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই বেশ কয়েকদিন তরতাজা থাকবে ফুলদানির ফুল
১ঃ ফ্লাওয়ার ভাসে যদি গোলাপ রাখেন তবে তার কান্ড কখনোই ছোট করে কাটবেন না। তবে নরম কান্ডের ফুল হলে ছোট করে কেটে নিন, তবে দেখতে হবে পুরো কান্ড যেন জলের তলায় না থাকে।
২ঃ ফুলদানির জলে ফেলে দিন অল্প নুন
৩ঃ ফুলের মধ্যে মাঝেমাঝে জল স্প্রে করে দিন, এতে বেশ কয়েকদিন তরতাজা থাকবে ফুল।
৪ঃ ফুলদানি এমন জায়গায় রাখার চেষ্টা করুন। যেখানে সূর্যের আলো পৌঁছয়। দেখবেন এতে অন্তত এক সপ্তাহ ফুল ফ্রেশ থাকবে।
৫ঃ দু দিন অন্তর বদলে দিন ফুলদানির জল।