চিনে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের সাক্ষাৎ

- আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 24
পুবের কলম প্রতিবেদক: আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান সরকার দেশটির জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজনগুলোর প্রতি আরও বেশি মনযোগী হবে বলে আশা প্রকাশ করেছে ইরান ও পাকিস্তান। চিনের তুনশি শহরে এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশি এ আশাপ্রকাশ করেছেন।
আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের দু’দিনব্যাপী তৃতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য দুই পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে তুনশিতে অবস্থান করছেন। তালিবান সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেন আবদুল্লাহিয়ান ও কোরেশি। তারা বলেন, প্রতিবেশীদের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক শক্তিশালী হলে দেশটির জনগণ উপকৃত হত।
আফগান মেয়েদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখার ঘটনায় হতাশা প্রকাশ করেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীরা। তারা বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে জনগণের সঙ্গে তালিবান সরকারের দূরত্ব সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও তালিবান সরকারের জন্য কঠিন হবে।
সাক্ষাতে ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন কোরেশি ও আবদুল্লাহিয়ান। তাঁরা বলেন, চলতি বছরে দু’দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠকের আয়োজন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ব্যবস্থা করতে হবে।