শান্তির খোঁজে তুরস্কে রুশ ও ইউক্রেনের বিদেশমন্ত্রী!

- আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক : অনেক আশার এই বৈঠক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে তুরস্ক। সেই মতোই তুরস্কে বৈঠকে বসছেন রাশিয়া ও ইউক্রেনের বিদেশমন্ত্রী। যুদ্ধ বন্ধ প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে আলোচনার কথা রয়েছে এই বৈঠকে। সর্বশেষ মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। পরস্পরের দাবিগুলো পর্যালোচনা করছেন তারা। মস্কো ও কিয়েভের পক্ষ থেকে স্পষ্ট করে বলা না হলেও উভয় পক্ষ শান্তি স্থাপনে তাদের আগ্রহের কথা জানিয়েছে। এ অবস্থায় রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনীয় বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন তুরস্কে।
আশা করা হচ্ছে, এ বৈঠকে ইতিবাচক ফল মিলবে। তুরস্কের আনাতোলিয়া শহরে এই হাই ভোল্টেজ বৈঠক হবে। বৈঠকের একদিন আগে উচ্চাশা ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুর্কি নেতা বলেছেন, তিনি আশা করছেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ উন্মুক্ত হবে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে আসছেন এরদোগান। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে ইতিমধ্যই প্রতিনিধি পর্যায়ে তিন দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পার্শ্ববর্তী বেলারুশে অনুষ্ঠিত সেসব আলোচনার ফলাফল মোটামুটি শূন্য। এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বৈঠক নিয়ে অনেকেই আশা দেখাচ্ছেন।