এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
- / 7
পুবের কলম প্রতিবেদক: এই প্রথম দুর্নীতির অভিযোগে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার হলেন। বেশ কয়েক বছর আগে গ্রেফতার হয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা। তাঁর গ্রেফতারির সঙ্গে অবশ্য দুর্নীতির কোনও সম্পর্ক ছিল না। নিয়োগ দুর্নীতি মামলায় এবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই।
শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক বসুর পর সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হলেন। সোমবার জিজ্ঞাসাবাদ চলাকালীন সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি।
এদিন নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় সুবীরেশকে। সেখানেই জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পাওযায় সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এই নিয়ে গ্রেফতার সংখ্যা দাঁড়াল ৬ জন।