২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে ফিরছেন প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বলসোনারো নির্বাচনে হেরে ক্ষমতা না ছেড়েই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ এক মাসের বেশি সময় তিনি সেখানে অবস্থান করছেন। এবার তিনি নিজ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলের নির্বাচনে জিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথ নেওয়ার দুইদিন আগে দেশ থেকে পালিয়ে ফ্লোরিডা যান বলসোনারো। সেখানে গিয়ে তিনি আমেরিকায় থাকার জন্য ছয় মাসের টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঘরের মতো কোনো স্থান নেই। আমরা জানি ব্রাজিল খুই চমৎকার একটি দেশ। এজন্য আগামী সপ্তাহে আমি ব্রাজিল চলে যাব।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বলসোনারোকে দায়ী করেন। কোর্ট তার বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলসোনারোর সমর্থকরা ব্যাপক ভাংচুর চালায়। এতে সরকারি বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আর এসব কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয় প্রাক্তন এই প্রেসিডেন্টকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রাজিলে ফিরছেন প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বলসোনারো নির্বাচনে হেরে ক্ষমতা না ছেড়েই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ এক মাসের বেশি সময় তিনি সেখানে অবস্থান করছেন। এবার তিনি নিজ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলের নির্বাচনে জিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথ নেওয়ার দুইদিন আগে দেশ থেকে পালিয়ে ফ্লোরিডা যান বলসোনারো। সেখানে গিয়ে তিনি আমেরিকায় থাকার জন্য ছয় মাসের টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঘরের মতো কোনো স্থান নেই। আমরা জানি ব্রাজিল খুই চমৎকার একটি দেশ। এজন্য আগামী সপ্তাহে আমি ব্রাজিল চলে যাব।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বলসোনারোকে দায়ী করেন। কোর্ট তার বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলসোনারোর সমর্থকরা ব্যাপক ভাংচুর চালায়। এতে সরকারি বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আর এসব কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয় প্রাক্তন এই প্রেসিডেন্টকে।