০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 2

সুবিদ আবদুল্লাহ্: প্রত্যাশা ছিলই। বাস্তব রূপ দিতে দেরি হচ্ছিল। ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে দিলেন শিল্পপতি মোস্তাক হোসেন। তাঁর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে মুসলিম মেয়েদের আবাসিক ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস করা হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের সোহার গ্রামে।

পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ‘দুন হেরিটেজ স্কুল’ -এর শিলিগুড়ি শাখার নির্দেশিকা মেনে চলবে এই স্কুল। নতুন এই আবাসিক স্কুল পরিচালনার দায়িত্বে থাকছে মোস্তাক সাহেবের জিডি চ্যারিটেরল সোসাইটির অধীনে থাকা বাংলা মাধ্যমের বালিকা আবাসিক ‘দোমহনা জিডি মিশন’।

‘অ্যাসেণ্ড ইংলিশ স্কুল’ নামে ইংরেজি মাধ্যম এই স্কুলের শিলান্যাস করেন প্রাক্তন আমলা ও জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান সেখ নুরুল হক। শিলান্যাসের পর তিনি জানান, উত্তরবঙ্গে বাংলা মাধ্যমের একাধিক আবাসিক স্কুল রয়েছে। ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। দরকার ছিল ইংরেজি মাধ্যমের স্বতন্ত্র আবাসিক বালিকা বিদ্যালয়ের। যেখানে শুধু মুসলিম মেয়েরা পড়াশোনা করবে। ‘দোমহনা জিডি মিশন’ বাংলা মাধ্যমের বালিকা আবাসিক চালাচ্ছে সাফল্যের সঙ্গে।

পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

ইংরেজি মাধ্যম স্কুল তারা চালাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিলান্যাসের পাশাপাশি এদিন মিশনের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

এদিন মিশনের ছাত্রী সালমা খাতুনের কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মিশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে আয়োজিত এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ডালখোলা অগ্রসেন কলেজের অধ্যক্ষা জয়ীতা বসু,, সমাজকর্মী মনিরা বেগম, দুন হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল মুহাম্মদ ঈশহাক ও ডিরেক্টর শিবম ভট্টাচার্য, করণদিঘী সার্কেলের স্কুল পরিদর্শক অভিষেক সাহা প্রমুখ।

মিশনের সম্পাদক জানে আলম জানান, দোমহনা জিডি মিশন শিল্পপতি মোস্তাক হোসেনের অর্থিক সহায়তা নিয়ে চলছে। উত্তরবঙ্গে মুসলিম মেয়েদের ইংরেজি মাধ্যমের আবাসিক স্কুল ছিল না। দুন হেরিটেজ স্কুলের সহায়তা নিয়ে ‘অ্যাসেণ্ড ইংলিশ স্কুল’ গড়ে ওঠার ক্ষেত্রেও মোস্তাক সাহেবের আর্থিক সহায়তা থাকবে। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিনহাজুল ইসলাম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার

সুবিদ আবদুল্লাহ্: প্রত্যাশা ছিলই। বাস্তব রূপ দিতে দেরি হচ্ছিল। ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে দিলেন শিল্পপতি মোস্তাক হোসেন। তাঁর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে মুসলিম মেয়েদের আবাসিক ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস করা হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের সোহার গ্রামে।

পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ‘দুন হেরিটেজ স্কুল’ -এর শিলিগুড়ি শাখার নির্দেশিকা মেনে চলবে এই স্কুল। নতুন এই আবাসিক স্কুল পরিচালনার দায়িত্বে থাকছে মোস্তাক সাহেবের জিডি চ্যারিটেরল সোসাইটির অধীনে থাকা বাংলা মাধ্যমের বালিকা আবাসিক ‘দোমহনা জিডি মিশন’।

‘অ্যাসেণ্ড ইংলিশ স্কুল’ নামে ইংরেজি মাধ্যম এই স্কুলের শিলান্যাস করেন প্রাক্তন আমলা ও জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান সেখ নুরুল হক। শিলান্যাসের পর তিনি জানান, উত্তরবঙ্গে বাংলা মাধ্যমের একাধিক আবাসিক স্কুল রয়েছে। ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। দরকার ছিল ইংরেজি মাধ্যমের স্বতন্ত্র আবাসিক বালিকা বিদ্যালয়ের। যেখানে শুধু মুসলিম মেয়েরা পড়াশোনা করবে। ‘দোমহনা জিডি মিশন’ বাংলা মাধ্যমের বালিকা আবাসিক চালাচ্ছে সাফল্যের সঙ্গে।

পতাকা শিল্পগোষ্ঠীর আর্থিক সহায়তায় উত্তরবঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের শিলান্যাস 

ইংরেজি মাধ্যম স্কুল তারা চালাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিলান্যাসের পাশাপাশি এদিন মিশনের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

এদিন মিশনের ছাত্রী সালমা খাতুনের কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মিশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে আয়োজিত এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ডালখোলা অগ্রসেন কলেজের অধ্যক্ষা জয়ীতা বসু,, সমাজকর্মী মনিরা বেগম, দুন হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল মুহাম্মদ ঈশহাক ও ডিরেক্টর শিবম ভট্টাচার্য, করণদিঘী সার্কেলের স্কুল পরিদর্শক অভিষেক সাহা প্রমুখ।

মিশনের সম্পাদক জানে আলম জানান, দোমহনা জিডি মিশন শিল্পপতি মোস্তাক হোসেনের অর্থিক সহায়তা নিয়ে চলছে। উত্তরবঙ্গে মুসলিম মেয়েদের ইংরেজি মাধ্যমের আবাসিক স্কুল ছিল না। দুন হেরিটেজ স্কুলের সহায়তা নিয়ে ‘অ্যাসেণ্ড ইংলিশ স্কুল’ গড়ে ওঠার ক্ষেত্রেও মোস্তাক সাহেবের আর্থিক সহায়তা থাকবে। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিনহাজুল ইসলাম।