১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউটাউনে আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 14

পুবের কলম প্রতিবেদকঃ আগ্নেয়াস্ত্র, ভোজলি-সহ নিউ টাউন থানার পুলিশ গ্রেফতার করল চার দুষ্কৃতীকে।

গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ নিউটাউন লোহাপুল এলাকা পাকড়াও করে ওই দুষ্কৃতী দলকে। পুলিশ সূত্রের খবর  ধৃতেরা নিউটাউন যাদবপুর, বাগদা ও রাজারহাটের অঞ্চলের বাসিন্দা। আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতী দল কী উদ্দেশ্যে নিউটাউনে জড়ো হয়েছিল। ধৃতদের বারাসত আদালতে পাঠিয়ে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউটাউনে আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ আগ্নেয়াস্ত্র, ভোজলি-সহ নিউ টাউন থানার পুলিশ গ্রেফতার করল চার দুষ্কৃতীকে।

গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ নিউটাউন লোহাপুল এলাকা পাকড়াও করে ওই দুষ্কৃতী দলকে। পুলিশ সূত্রের খবর  ধৃতেরা নিউটাউন যাদবপুর, বাগদা ও রাজারহাটের অঞ্চলের বাসিন্দা। আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতী দল কী উদ্দেশ্যে নিউটাউনে জড়ো হয়েছিল। ধৃতদের বারাসত আদালতে পাঠিয়ে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে।