দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, নিহত ৪, জোর কদমে চলছে উদ্ধারকাজ

- আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলেই আশঙ্কা। শনিবার ভোররাতে উত্তর-পূর্ব দিল্লির শক্তি ভিহার এলাকায় আবাসিক ভবনটি ধসে পড়ে। প্রশাসন সূত্রে খবর, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সূত্রে খবর, শনিবার ভোরে মুস্তাফাবাদ এলাকার একটি চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল। আটকে পড়া ১১ জন বাসিন্দাকে ইতিমধ্যে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও উদ্ধারকাজ চলছে। প্রশাসনের এক কর্তা জানিয়েছে, আবাসিক ভবন ধসে পড়ে চারজন বাসিন্দা নিহত হয়েছে। আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, “রাত ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে। আমাদের আশঙ্কা, এখনও ৮-১০ জন ভিতরে আটকে রয়েছেন।’’